India-Bangladesh News: হ্যাঁ, হিন্দুদের বিরুদ্ধে... ভারতের চাপে অবশেষে সত্যি মানল ইউনূস সরকার। বাংলাদেশে যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ততদিন হিন্দুরা নিরাপদ ছিল। মহম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দুদের উপর লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে। পাশাপাশি ইসকনের মত ধর্মীয় প্রতিষ্ঠানকে সরাসরি নিষিদ্ধ করার ডাক দিয়েছে সেদেশের মৌলবাদীরা। বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু হওয়া অপরাধে পরিণত হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে বিশ্বজুড়ে মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। তবে বাংলাদেশ বারে বারে হিন্দু নির্যাতন নিয়ে কোন প্রকারের মন্তব্য এড়িয়ে গিয়েছে। লাগাতার আক্রমণের ঘটনায় বাংলাদেশ কার্যত নীরব। ভারতের প্রবল চাপে অবশেষে সত্যি বলতে বাধ্য হল বাংলাদেশ।
হ্যাঁ, শেখ হাসিনাকে অপসারণের পর বাংলাদেশ সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ৮৮টি ঘটনা স্বীকার করেছে ইউনূস সরকার। সংবাদ সংস্থা পিটিআই-য়ের রিপোর্ট অনুসারে, আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশ মঙ্গলবার স্বীকার করেছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে, প্রধানত হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসার কমপক্ষে ৮৮টি ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান,হিংসার ঘটনায় এখন পর্যন্ত ৭০ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভারতের বিদেশসচিবন বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। তিনি জোরালো ভাবে হিন্দু নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেন। এরপরই শফিকুল আললের এই স্বীকারোক্তি সামনে আসে। আলম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর মোট ৮৮টি মামলা হয়েছে। যাতে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইউনূসের সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, 'উত্তর-পূর্ব সুনামগঞ্জ, মধ্য গাজীপুর ও অন্যান্য এলাকায় হিংসার নতুন ঘটনা সামনে আসায় গ্রেপ্তারের সংখ্যাও আরও বাড়তে পারে।' আলম বলেন, ২২ অক্টোবরের পরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই সামনে আনা হবে।