Advertisment

Bangladesh Crisis: উত্তাল বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র? বড় পরিকল্পনা ফাঁস

Bangladesh Crisis: বাংলাদেশে অব্যাহত হিংসা। হিন্দুদের উপর হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য এবার প্রকাশ্যে এসেছে। শফিকুল প্রথমেই শেখ হাসিনাকে আক্রমণ করে বলেন, "...শেখ হাসিনা একজন গণহত্যাকারী"।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

উত্তাল বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার পরিকল্পনা? বড় পরিকল্পনা ফাঁস

Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ! দিকে দিকে হিংসা, হিন্দুদের উপর নেমে আসছে একের পর এক আক্রমণ। এর মাঝেই  ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ইউনূস সরকারের।

Advertisment

বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার ইসকনের উপর যে কোন ধরণের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা অস্বীকার করেছেন। বাংলাদেশ বলেছে, ইসকনকে নিষিদ্ধ করার কোন রকমের পরিকল্পনা নেই সেদেশের অন্তর্বর্তী সরকারের। পাশাপাশি ইউনূস সরকার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আশা প্রকাশ করেছেন।
 
বাংলাদেশে অব্যাহত হিংসা। হিন্দুদের উপর হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য এবার প্রকাশ্যে এসেছে। শফিকুল প্রথমেই শেখ হাসিনাকে আক্রমণ করে বলেন, "...শেখ হাসিনা একজন গণহত্যাকারী"। 

শফিকুল আলম বলেন, আমরা স্তম্ভিত এবং বিস্মিত এখনও হাসিনাকে ভারত সরকার মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি দিচ্ছে''।  ভারতের বিদেশ সচিবের  বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ''আমরা উভয় পক্ষের আলোচনার অপেক্ষায় রয়েছি। এটা পারস্পরিক স্বার্থের বিষয়। আমরা আশা করি, এই বৈঠক দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাবে"। 
 
পাশাপাশি তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং উভয় দেশই সম্পর্ক আরও মজভুত করার চেষ্টা করছে। আমি আশা করি আগামী মাসে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে গ্রেফতারের পর ইসকন মন্দিরে নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন, আমরা বারবার বলেছি ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা সেরকম কোন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি না। তবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে তিনি নীরব ছিলেন। 

Advertisment

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদথেকে উৎখাতের মাত্র কয়েক মাসের মাথায়  বাংলাদেশের টাকা থেকে মুছে যেতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ইতিমধ্যে ইউনূস সরকার সেই প্রক্রিয়া শুরু করেছে বলেই জানিয়েছে সেদেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যম। পাশাপাশি ত্রিপুরাতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের হামলার ঘটনা ভারতের দুই কূটনীতিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে যেখানে জুলাই বিদ্রোহের ছবি স্থান পেতে চলেছে। বিদ্রোহের জেরেই শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার। যার দায়িত্ব নেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ৬ মাসের মধ্যে নতুন নোট বাজারে আসবে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি থাকবে না। অর্থ মন্ত্রকের কর্মকর্তারা  জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে অন্য নোটগুলি ছাপানোর সময় একই রকম  ডিজাইন করা হবে।

কোটা বিরোধী  বিক্ষোভের সময়ই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা, তাঁর নামাঙ্কিত বিভিন্ন বাড়ি তছনছ করা, মুজিবুরের স্মৃতিবিজড়িত সব সৌধই নষ্ট করেছে বাংলাদেশের বিক্ষোভকারীরা। সম্প্রতি শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়  ইউনূসকে দাঙ্গার মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেন। তিনি আরও অভিযোগ করেন ইউনূস সরকার  হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। 

Bangladesh
Advertisment