Advertisment

Bangladesh Crisis: বাংলাদেশি টাকাতে আর থাকবে না বঙ্গবন্ধুর ছবি, মুহাম্মদ ইউনূস সরকারের বিরাট সিদ্ধান্ত

Bangladesh Crisis: বাংলাদেশের টাকা থেকে এবার মুছতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অন্তর্বর্তী সরকারের নয়া সিদ্ধান্তে তোলপাড়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাংলাদেশি টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন প্রকারের ছবি থাকবে না।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
bangladesh government

বাংলাদেশের টাকা থেকে এবার মুছতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি

Bangladesh Crisis:  বাংলাদেশের টাকা থেকে এবার মুছতে চলেছে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অন্তর্বর্তী সরকারের নয়া সিদ্ধান্তে তোলপাড়। সেদেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ২০, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোট ছাপানো হচ্ছে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন প্রকারের ছবি থাকবে না। 

Advertisment

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদথেকে উৎখাতের মাত্র কয়েক মাসের মাথায়  বাংলাদেশের টাকা থেকে মুছে যেতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ইতিমধ্যে ইউনূস সরকার সেই প্রক্রিয়া শুরু করেছে বলেই জানিয়েছে সেদেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যম। পাশাপাশি ত্রিপুরাতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের হামলার ঘটনা ভারতের দুই কূটনীতিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে যেখানে জুলাই বিদ্রোহের ছবি স্থান পেতে চলেছে। বিদ্রোহের জেরেই শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার। যার দায়িত্ব নেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের হামলায় বিপন্ন হিন্দুরা, কলকাতা ও আগরতলার উপদূতাবাসের কর্তাদের ফেরাল ঢাকা

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ৬ মাসের মধ্যে নতুন নোট বাজারে আসবে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি থাকবে না। অর্থ মন্ত্রকের কর্মকর্তারা  জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে অন্য নোটগুলি ছাপানোর সময় একই রকম  ডিজাইন করা হবে।

কোটা বিরোধী  বিক্ষোভের সময়ই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা, তাঁর নামাঙ্কিত বিভিন্ন বাড়ি তছনছ করা, মুজিবুরের স্মৃতিবিজড়িত সব সৌধই নষ্ট করেছে বাংলাদেশের বিক্ষোভকারীরা। সম্প্রতি শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়  ইউনূসকে দাঙ্গার মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেন। তিনি আরও অভিযোগ করেন ইউনূস সরকার  হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। 

Bangladesh Crisis Bangladesh
Advertisment