Bangladesh Elections: বাংলাদেশে কবে নির্বাচন? বিজয় দিবসে বিরাট ঘোষণা মহম্মদ ইউনূসের।
বাংলাদেশের নির্বাচন নিয়ে সামনে এসেছে বিরাট আপডেট। বিজয় দিবসেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন,আগামী বছরের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কবে হবে বাংলাদেশের সাধারণ নির্ধারণ, তা ঘোষণার জন্য ইউনূসের উপর অনেক চাপ ছিল।
আজ বিজয় দিবস উপলক্ষে ইউনূস তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। হিন্দু মন্দিরে হামলা, সংখ্যালঘু হিন্দুদের উপর সেদেশে একের পর এক অত্যাচারের ঘটনা আবহে সেদেশে সাধারণ নির্বাচন ভারতের কাছেও বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি উঠে আসছে।
তবে ইউনূস স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। তিনি বলেন, "নির্বাচনের তারিখ নির্ধারণ রাজনৈতিক দলগুলোর সম্মতির ওপর নির্ভর করবে । যদি রাজনৈতিক দলগুলো ত্রুটিহীন ভোটার তালিকার মতো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে সম্মত হয়, তাহলে নভেম্বরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।" কিন্তু নির্বাচনী সংস্কারের পূর্ণাঙ্গ প্রস্তুতির কাজ চলায় তাহলে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যাবে।