Advertisment

West Bengal News Highlights: বীরভূমে মর্মান্তিক কাণ্ড! ফুটন্ত ঘুগনির কড়াইতে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

West Bengal News Highlights 6 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Child Death

News in West Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: বাংলাদেশে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর থেকে সংখ্যালঘুদের উপর আবর্ণনীয় অত্যাচার চলছে। কট্টরবাদীদের লাগাতার হামলায় এক কথায় প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা। বাংলাদেশের চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতির আঁচ পড়েছে এপার বাংলাতেও। সম্প্রতি কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। যদিও বেশ কিছুটা দূরেই সেই বিক্ষোভ আটকে দিয়েছিল পুলিশ। একই ধরনের বিক্ষোভ চোখে পড়েছিল ত্রিপুরাতেও। বাংলাদেশের উপদূতাবাসে ঢুকে পড়ে চূড়ান্ত বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকজন। বাংলাদেশের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সরকারের জরুরি তলবে বৃহস্পতিবারেই ঢাকায় ফিরে গিয়েছেন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের প্রধান।

Advertisment

এদিকে, লাগাতার জামিনের আবেদন জানিয়ে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু কিছুতেই শিকে ছিঁড়ছে না। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সদ্য জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। জামিনে মুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবু জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টও সম্প্রতি ফের একবার পার্থর জামিন আর্জিতে কান পাতেনি। গতকাল ফের নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেও চিঁড়ে ভিজল না। ফের একবার আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অন্যদিকে, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে এবার একগুচ্ছ কঠিন পদক্ষেপ করছে শিক্ষা সংসদ। এবার আর শুধুমাত্র বারকোড কিউআর কোড কিংবা মেটাল ডিটেক্টরের ওপরেই আস্থা রাখা হবে না। এবার প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই। এমনই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য। ২০২৫ সালে ৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ ১৮ মার্চ।

  • Dec 06, 2024 18:24 IST
    West Bengal News Live: কামাখ্যা এক্সপ্রেসে ২.৫ কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার মহিলা পাচারকারী

    ডাউন পুরী-কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার হেরোইন সহ মুর্শিদাবাদের এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল জিআরপি। শুক্রবার দুপুরে মালদা টাউন স্টেশনে জিআরপি'র আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়। এদিন দুপুর ১টা ৫০ মিনিটে ডাউন কামাখ্যা - পুরী এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায়। তারপরে বোরখা পরা এবং গায়ে ওড়না জড়ানো ২৭ বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করে জিআরপি। ধৃত ওই মহিলার হাতের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৫৯৪ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। সূদুর অসম থেকে একা একজন মহিলা কলেজ পাঁচ বছরের সন্তানকে নিয়ে কিভাবে আড়াই কোটির টাকার হেরোইন আনার দক্ষতা দেখাল সেব্যাপারেও তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ।



  • Dec 06, 2024 17:23 IST
    West Bengal News Live: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনে দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা

    জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত। বৃহস্পতিবার ওই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার রায় ঘোষণা করেন তিনি। পাশাপাশি, মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনার ৬৩ দিনের মধ্যে রায়দান করল আদালত।



  • Dec 06, 2024 17:13 IST
    West Bengal News Live: বীরভূমে মর্মান্তিক কাণ্ড! ফুটন্ত ঘুগনির কড়াইতে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

    বীরভূমে মর্মান্তিক কাণ্ড। ফুটন্ত ঘুগনির কড়াইয়ে পড়ে গিয়ে মৃত্যু দেড় বছরের শিশুর। রান্না করতে করতে ঘরে মশলা আনতে গিয়েছিলেন মা। ধপাস করে কিছু পড়ার শব্দে তিনি দৌড়ে এসে দেখেন, কড়াই উল্টে পড়ে এবং চিৎকার করছে দুধের শিশু। প্রতিবেশীর ছুটে এসে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি শিশুটিকে। শোকের ছায়া বীরভূমের ধনঞ্জয়পুরে।



  • Dec 06, 2024 15:50 IST
    West Bengal News Live:ইউনুসের নামে নোবেল কমিটিকে চিঠি

    এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)-এর নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার আবেদন BJP সাংসদের। সরাসরি নোবেল কমিটিকেই চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

    বিস্তারিত পড়ুন- BJP MP Jyotirmay Singh Mahato: 'হিন্দুদের হত্যাকারী মহম্মদ ইউনুস', সরাসরি নোবেল কমিটিকেই চিঠি BJP সাংসদের



  • Dec 06, 2024 14:42 IST
    West Bengal News Live:চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি কবির

    এবার ঘরেই চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy krishna Das) গ্রেপ্তারি নিয়ে বিদ্রোহের মুখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। "আমি নিজে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি। ওঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ওঁকে জামিন দেওয়া হোক।" ইউনুসের সামনে দাঁড়িয়ে এমনই আবেদন ওপার বাংলার বিশিষ্ট কবি ফারহাদ মজহার (Farhad Mazhar)।

    বিস্তারিত পড়ুন- Chinmoy Krishna Das: 'ওঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি', ইউনুসের সামনে দাঁড়িয়ে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি বাংলাদেশের বিশিষ্ট কবির



  • Dec 06, 2024 13:27 IST
    West Bengal News Live:আগুনে হুঙ্কার কার্তিক মহারাজের

    অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে ভারত থেকে বাংলাদেশে আলু-পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এর আগেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন কার্তিক মহারাজ। আবারও তাঁকে তুলোধনা এই সন্ন্যাসীর।

    বিস্তারিত পড়ুন- Bangladesh Unrest: 'পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ইউনুস', বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ফের আগুনে হুঙ্কার কার্তিক মহারাজের



  • Dec 06, 2024 12:25 IST
    West Bengal News Live:খুলে গেল গরুমারার তিনটি বনবাংলো

    ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য দারুণ সুখবর। খুলে গিয়েছে গরুমারার তিনটি বনবাংলো। পর্যটনের ভরা মরশুমে বনবাংলোয় থেকে জঙ্গল জীবনের ভরপুর স্বাদ নেওয়ার ষোলোআনা সুযোগ ফের একবার পর্যটকদের হাতের মুঠোয়। অভূতপূর্ব এই সুযোগ পর্যটকদের জন্য এনে দিয়েছে রাজ্য বনদপ্তর। সংস্কারের কাজ শেষ না হওয়ায় পর্যটকদের জন্য বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল গরুমারার এই তিনটি বনবাংলো।

    বিস্তারিত পড়ুন- Dooars Tourism: পর্যটকদের জন্য ফাটাফাটি খবর! খুলে গেল গরুমারার তিনটি বনবাংলো



  • Dec 06, 2024 12:09 IST
    West Bengal News Live: জয়নগরে কিশোরী খুনে আজ সাজা ঘোষণা

    জয়নগরে কিশোরী খুনে অভিযুক্ত যুবক দোষী সাব্যস্ত হয়েছে গতকালই। বারুইপুর মহকুমা আদালত দোষী সাব্যস্ত করেছে অভিযুক্ত যুবককে। গতকালই অভিযুক্তকে দোষী বলে সাব্যস্ত করেছিল বারইপুর আদালত। আজ ওই আদালতেই সাজা ঘোষণা করা হবে। দোষী যুবকের ফাঁসির সাজার দাবিতে সোচ্চার নির্যাতিতা কিশোরীর পরিবার।



  • Dec 06, 2024 11:11 IST
    West Bengal News Live: জামিন পেলেন 'কালীঘাটের কাকু'

    ইডির মামলায় জামিন পেলেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। একাধিক শর্তে সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে ইডির মামলায় জামিন হলেও সম্ভবত এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণের। সিবিআই-এর মামলায় কালীঘাটের কাকুর বিরুদ্ধে ফের প্রোডাকশন ওয়ারেন্ট জারি। আগামী ৯ ডিসেম্বর সশরীরে কালীঘাটের কাকুকে আদালতে হাজির করানোর নির্দেশ। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত।



  • Dec 06, 2024 10:51 IST
    West Bengal News Live: হাসিনার বক্তৃতাকে নিষিদ্ধ

    বাংলাদেশে হিংসা অব্যাহত। হিন্দুদের উপর চলছে একের পর এক আক্রমণ। এই পরিস্থিতির মধ্যে, ইউনূস সরকার শেখ হাসিনার বক্তৃতাকে নিষিদ্ধ করল। নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে শেখ হাসিনার ভাষণ দেওয়ার একদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  



  • Dec 06, 2024 10:36 IST
    West Bengal News Live: হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি

    মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে (Bangladesh) অবর্ণনীয় অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। বাংলাদেশের জেলায়-জেলায় হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে। ভেঙে তছনছ করে ফেলা হচ্ছে মন্দির। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রাক্তন ভারতীয় সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। এক্স হ্যান্ডলে একটি ম্যাপের ছবি পোস্ট করে বাংলাদেশি হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় এই সেনা আধিকারিক।

    বিস্তারিত পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা



  • Dec 06, 2024 10:10 IST
    West Bengal News Live: ইতিহাস মোছার পালা শুরু বাংলাদেশে

    বাংলাদেশের টাকা থেকে এবার মুছতে চলেছে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অন্তর্বর্তী সরকারের নয়া সিদ্ধান্তে তোলপাড়। সেদেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ২০, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোট ছাপানো হচ্ছে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন প্রকারের ছবি থাকবে না। 



  • Dec 06, 2024 09:32 IST
    West Bengal News Live:সামনের সপ্তাহ থেকেই শীতের জমাটি ইনিংস?

    জমাটি ইনিংস শুরুর পথে শীত। ধীরে ধীরে তাপমাত্রা এবার নামতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় তাপমাত্রা আরও নেমে যেতে পারে। ফাটাফাটি খবর উত্তরবঙ্গে (North Bengal) বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য, উইকেন্ডে (Weekend) দার্জিলিঙে (Darjeeling) তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। হাড়কাঁপানো শীত সামনের সপ্তাহ থেকেই? 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, সামনের সপ্তাহ থেকেই শীতের জমাটি ইনিংস শুরু?



  • Dec 06, 2024 09:02 IST
    West Bengal News Live: 'টক টু মেয়র' কর্মসূচি ফিরহাদের

    আজ ফের 'টক টু মেয়র' কর্মসূচিতে থাকবেন কলকাতার মহানাগরিক। আজ বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত চলবে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের এই কর্মসূচি। তিলোত্তমা মহানগরীর বিভিন্ন প্রান্তে থাকা নাগরিকদের সুবিধা-অসুবিধার কথা নিজের কানে শুনবেন মেয়র ফিরহাদ হাকিম। সমস্যা নিরসণে চটজলদি পদক্ষেপও করবেন তিনি।



  • Dec 06, 2024 09:00 IST
    West Bengal News Live: ফের মিছিলে জুনিয়র ডাক্তাররা

    আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে জুনিয়রর ডাক্তাররা। আজ স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে এখনও পর্যন্ত রাজ্যের 'ছাড়পত্র' না দেওয়ার প্রতিবাদে মিছিল। বেলা তিনটেয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল।



Bangla News Bangladesh Bangladesh Crisis news of west bengal news in west bengal Bengali News Today West Bengal News
Advertisment