Bengal Covid Daily Update: রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ-মৃত্যু। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৮০০ ছাড়িয়েছে। একদিনে সংক্রমিত ৮৫৩, মৃত ১৫। একদিনে সুস্থ হয়েছেন ৮০৯ জন, সুস্থতার হার ৯৮.৩০%। আক্রান্তের হার কমে ২.০৩%, এই পরিসংখ্যান রাজ্যে স্কুল-কলেজ খোলার আগে স্বস্তি দিচ্ছে নবান্নকে।
এদিকে, জেলাভিত্তিক হিসেবে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (২২৭)। তারপরে উত্তর ২৪ পরগনা (১৫৩), হুগলি (৭৬), দক্ষিণ ২৪ পরগনা (৬২) এবং হাওড়া (৫৭)। উত্তরবঙ্গে সংক্রমণের নিরিখে শীর্ষে দার্জিলিং (৫০)। তারপরেই দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি। এদিকে, প্রতিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ আরও কমেছে। স্বস্তি দিয়ে নেমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। একদিন নতুন করে দেশে করোনা আক্রান্ত ১০ হাজারের কিছু বেশি। আক্রান্তের এই পরিসংখ্যান গত ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে ২৬৩ দিনের মধ্যে এদিনই সবচেয়ে কম করোনা অ্যাক্টিভ কেসও। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩২ জনের। গতকাল করোনায় মৃতের এই পরিসংখ্যান ছিল ২৬৬।
করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক এখনও যায়নি। তবে আতঙ্ক থাকলেও গত কয়েকদিনে দেশে করোনা স্বস্তি জারি। গত কয়েকদিনে নিম্নমুখী দেশের কোভিডগ্রাফ। কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন।
আরও পড়ুন- ইসলামাবাদের পর এবার বেজিং, ভারতের ডাকা কাবুল বৈঠক এড়াল চিন
একদিনে দেশে করোনার বলি আরও ৩৩২। এই মুহুর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৪০ হাজার ৬৩৮। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৯৮২ জন। সব মিলিয়ে ইতিমধ্যেই করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৮৬ জন। দেশে সোমবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬১ হাজার ৩৮১।
করোনার সংক্রমণ এড়াতে দেশজুড়ে জোরদার গতিতে এগোচ্ছে টিকাকরণ অভিযান। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ১০৯ কোটিরও বেশি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই করোনার টিকা পেয়েছেন ৫৯ লক্ষ ৮ হাজার ৪৪০ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন