Advertisment

দিল্লির পর বেঙ্গালুরু, রাম নবমীতে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

রাম নবমীতে বিক্রি করা যাবে না মাংস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

দক্ষিণ দিল্লির পর এবার বেঙ্গালুরু। আরও এক বিজেপি শাসিত পুরনিগম মাংসের দোকানে নিষেধাজ্ঞা জারি করল। আসন্ন রাম নবমীতে কর্ণাটকের রাজধানীতে মাংস বিক্রি, কসাইখানা, মাংস কাটার উপর নিষেধাজ্ঞা জারি করল বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে। একটি নির্দেশিকা পুরনিগমের পশুপালন বিভাগ জারি করেছে।

Advertisment

পশুপপালন বিভাগের যুগ্ম অধিকর্তা জানিয়েছেন, রাম নবমীতে শহরের সর্বত্র কসাইখানা, মাংসের দোকান, পশুর মাংস কাটা নিষিদ্ধ থাকবে। গত ৩ এপ্রিল পুরনিগমের মুখ্য কমিশনার একটি সার্কুলার জারি করেন। সেখানেও এই নির্দেশ ছিল।

পুরনিগমের আধিকারিকরা জানিয়েছেন, শুধু রাম নবমী নয়, গান্ধি জয়ন্তী, সর্বোদয় দিবস এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের দিন মাংস বিক্রি এবং পশুহত্যার উপর নিষেধাজ্ঞা রয়েছে। বছরের ৮ দিন বিভিন্ন কারণে এই নিষেধাজ্ঞা জারি থাকে।

আরও পড়ুন রবিবার থেকে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ, তবে প্রথমে বিনামূল্যে মিলবে না

প্রসঙ্গত, কয়েকদিন আগে দক্ষিণ দিল্লির বিজেপি শাসিত পুরনিগমের মেয়র ঘোষণা করেন, নবরাত্রি উপলক্ষে ৯ দিন কোনওরকম মাংসের দোকান খোলা রাখা যাবে না। মাংস বিক্রি করা যাবে না। যা নিয়ে সরগরম হয় জাতীয় রাজনীতি। দিল্লির এক বিজেপি সাংসদ বিতর্ক উস্কে বলেন, তিনি চান নবরাত্রিতে গোটা দেশেই মাংস বিক্রি বন্ধ থাকুক।

bjp Meat Ban BBMP Ram Navami
Advertisment