শেয়ার বাজারে সর্বস্ব খুইয়ে ব্যাঙ্কে ডাকাতি! হাজতে 'গুণধর' ইঞ্জিনিয়ার

ব্যাঙ্ককর্মীদের ছুরি দেখিয়ে নগদ এবং সোনার গয়না মিলিয়ে ৮৬ লক্ষ টাকার জিনিস লুঠ!

ব্যাঙ্ককর্মীদের ছুরি দেখিয়ে নগদ এবং সোনার গয়না মিলিয়ে ৮৬ লক্ষ টাকার জিনিস লুঠ!

author-image
IE Bangla Web Desk
New Update
শেয়ার বাজারে সর্বস্ব খুইয়ে ব্যাঙ্কে ডাকাতি! হাজতে 'গুণধর' ইঞ্জিনিয়ার

প্রতীকী ছবি

শেয়ার বাজারে সর্বস্ব খুইয়ে ব্যাঙ্ক ডাকাতি! বেঙ্গালুরুর গুণধর ইঞ্জিনিয়ারের কীর্তি ফাঁস। ২৮ বছরের যুবককে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ তাঁর বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গয়না মিলিয়ে ৮৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে।

Advertisment

জানা গিয়েছে, অভিযুক্তের নাম ধীরজ এস। বেঙ্গালুরু কামাক্ষীপাল্য এলাকার বাসিন্দা ধীরজ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। গত ১৪ জানুয়ারি সন্ধে ৬টা নাগাদ মাদিওয়ালার এসবিআইয়ের একটি ব্রাঞ্চে মুখে মাস্ক পরে ঢোকেন ধীরজ। এর পর ব্যাঙ্ককর্মীদের ছুরি দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা নগদ এবং ২ কেজির মতো সোনার গয়না ডাকাতি করেন।

এর পর ব্রাঞ্চ ম্যানেজার হরিশ এন পুলিশকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

Advertisment

আরও পড়ুন ৬ কোটিরও বেশি কোভিড টেস্ট, করোনা-যুদ্ধে পথ দেখাচ্ছে কর্নাটক

ডিসিপি শ্রীনাথ মহাদেব জোশী শনিবার জানান, গত ১৮ জানুয়ারি তাঁকে ধরে পুলিশ। এখন জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত।

তিনি জানিয়েছেন, ধীরজ নিজের সমস্ত সঞ্চয় শেয়ার বাজারে খোয়ান। এর পর ৩৫ লক্ষ টাকা এক বন্ধুর থেকে ধার নেন। একটি ঋণপ্রদান কারী সংস্থা থেকে লোন এবং ক্রেডিট কার্ডও রয়েছে তাঁর। ধারের টাকা শোধ করতেই ব্যাঙ্কে ডাকাতির ছক কষেন ইঞ্জিনিয়ার।

bengaluru Share Market