Advertisment

গোঁড়া গ্রাহকের মর্জি মেনে সমালোচনার মুখে ভারতী এয়ারটেল

মুসলিম নন, হিন্দু কাস্টমার এগজিকিউটিভই তাঁর সমস্য়ার সমাধান করুক, গ্রাহকের এই আর্জিতে সায় দিয়ে সমালোচনার মুখে ভারতী এয়রাটেল।

author-image
IE Bangla Web Desk
New Update
bharti airtel, ভারতী এয়ারটেল

নেটফ্লিক্স দেখুন বিনামূল্যে। ফাইল ছবি

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যে সাম্প্রদায়িক বেড়াজাল ভাঙতে পারল না এ দেশ, তার আরও এক জ্বলন্ত উদাহরণ সামনে এল। হিন্দু-মুসলিম ভেদাভেদ নিয়ে গোঁড়ামির অসুখে যে এখনও কোন কোন দেশবাসী আক্রান্ত, তা দেখালেন ভারতী এয়ারটেলের এক গ্রাহক। টেলিকম কোম্পানিতে নালিশ জানাতে চেয়েছিলেন পূজা সিং নামের এক মহিলা। পূজার অভিযোগে সাড়া দিয়েছিলেন শোয়েব নামের ওই সংস্থার এক কাস্টমার এগজিকিউটিভ। শোয়েব নামটা দেখেই যেন রে রে করে উঠলেন ওই মহিলা। মুসলিম নন, কোনও হিন্দু কাস্টমার এগজিকিউটিভের সঙ্গেই তিনি তাঁর সমস্য়া নিয়ে কথা বলতে চান। ভারতী এয়ারটেলের কাছে এমন বায়নাক্কাই করে বসেন ওই গ্রাহক। এতেই শেষ নয়, পূজার এহেন আবদারে রীতিমতো প্রশ্রয় দিয়ে সঙ্গে সঙ্গে শোয়েবের বদলে পূজার সমস্য়া নিয়ে সামনে আসেন গগনজ্য়োৎ। আর এ কাণ্ড নিয়েই ঝড় উঠেছে সোশ্য়াল দুনিয়ায়।

Advertisment
national news
Advertisment