Magadh Express Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! এবার চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে গেল ট্রেনের বগি। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন ট্রেনে থাকা যাত্রীরা। রেল সূত্রে বলা হয়েছে ট্রেনটি লাইনচ্যুত না হলেও দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কীভাবে দুর্ঘটনা?
দুর্ঘটনার কবলে এবার ডাউন মগধ এক্সপ্রেস। দুমরাঁও ও রঘুনাথপুর স্টেশনের মধ্যে টুডিগঞ্জ স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকাল ১১টা নগাদ বিহারের বক্সার জেলায় চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে যায় দিল্লি থেকে বিহারগামী ডাউন মগধ এক্সপ্রেস। চলন্ত ট্রেন দু ভাগে ভাগ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশে ভিড় জমে যায়। লোকো পাইলট সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মোদীর হাইভোল্টেজ সফরের আগেই আমেরিকায় রাহুল, বিশেষ কী কারণ?
ঘটনার বিষয়ে এক যাত্রী বলেন, দুমরাঁও থেকে ছাড়ার পর ডাউন মগধ এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচ ও এসি কোচ আলাদা হয়ে যায়। ট্রেনটি সে সময় ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলছিল। ঘটনার পর যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনেকে চিৎকারও জুড়ে দেন। সবচেয়ে বড় স্বস্তির খবর দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
I an travelling to New Delhi to Patna Jn From Magadh Express 20802 After Buxer Station train has been break from middle @RailMinIndia @RailwaySeva @OfficeOfKNath @jitupatwari @INCIndia @aajtak @anjanaomkashyap @NakulKNath @ABPNews @narendramodi @AmitShah @AshwiniVaishnaw pic.twitter.com/mUwUhZsrD3
— Aryaman vishwakarma (@Aryamanvishwak2) September 8, 2024
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সকাল ১১টা ৮ মিনিটে দুমরাঁও এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনের পিছনের দিকের বগি থেকে আলাদা হয়ে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল। রেলের আধিকারিক, জিআরপি, আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। রেল মন্ত্রকের তরফে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।
RG Kar Case-TMC:'রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন', মমতাকে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়লেন জহর সরকার