Advertisment

RG Kar Case-TMC:'রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন', মমতাকে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়লেন জহর সরকার

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা দেশে। দিকে দিকে প্রতিবাদের সুর আরও চড়া হচ্ছে। ঠিক এই আবহে এবার তৃণমূলের সঙ্গ ছাড়লেন বর্ষীয়ান সাংসদ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Jawhar Sircar resigns, RG Kar Protest, জহর সরকারের ইস্তফা, আরজি কর কাণ্ডের প্রতিবাদ

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে তৃণমূলের সঙ্গ ছাড়লেন জহর সরকার।

RG Kar Incident-TMC: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো ব্যাকফুটে রাজ্যের শাসকদল। ঠিক এই পরিস্থিতিতে এবার তৃণমূলের সঙ্গ ছাড়লেন বর্ষীয়ান সাংসদ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সংসদ পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, রাজনীতি থেকেই সরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বর্ষীয়ান সাংসদ জহর সরকার (Jawhar Sircar)।

Advertisment

আরজি কর কাণ্ডের জেরে উত্তাল পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। শুধু এ রাজ্যেই নয়, আরজি কর কাণ্ডের জের ছড়িয়ে পড়েছে বাংলার বাইরে এমনকী বিদেশেও। দিকে দিকে প্রতিবাদের ঢেউ আঁছড়ে পড়ছে। ঠিক এই পরিস্থিতিতে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পথ থেকে ইস্তফা দিলেন জহর সরকার (Jawhar Sircar Resignation)। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পাশাপাশি সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি, এমনটাই খবর সূত্রের।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষণ-খুন নিয়ে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় প্রকাশ্যে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও তারপর থেকে সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে দলগতভাবে কোনও পদক্ষেপ করেনি তৃণমূল।

আরও পড়ুন- Avik Dey: মাথায় ছিল সন্দীপের 'হাত', বর্ধমান মেডিক্যালে অভীকের 'কীর্তি' জানলে চমকে যাবেন!

আরও পড়ুন- Eastern Rail: যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব তৎপরতা রেলের! যুগান্তকারী উদ্যোগ দুরন্ত চর্চায়

একইভাবে রাজ্যসভার সংসদ জহর সরকারও সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগেও শিক্ষা দুর্নীতি নিয়েও প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছিল জহর সরকারকে। তবে আরজি কর কাণ্ডের পর এবার সরাসরি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পথ থেকে ইস্তফা প্রকাশের ইচ্ছা প্রকাশ জহর সরকারের। রাজনীতি থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ

Jawhar Sircar CM Mamata banerjee Resignation TMC MP RG Kar Case
Advertisment