BJP corporator’s son marries Pakistani woman: বিজেপি নেতার ছেলে বিয়ে করলেন পাকিস্তান মহিলাকে। তাও আবার উত্তরপ্রদেশে বসেই। বিজেপির পাকিস্তান-বিরোধিতা রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। সেই পদ্মশিবিরেরই কাউন্সিলরের ছেলে উত্তরপ্রদেশে বসে নিকাহ করলেন পাকিস্তানি মহিলাকে।
তাহসিল শাহিদ নামে ওই বিজেপি নেতা তাঁর বড় ছেলের বিয়ের বন্দোবস্ত করেন। মহম্মদ আব্বাস হায়দার নামে যুবক লাহোর নিবাসী আন্দলীপ জাহরাকে বিয়ে করেছেন বলে খবর। ভিসার জন্য আবেদন করেছিলেন বিজেপি নেতার ছেলে, কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে ভিসা মঞ্জুর হয়নি তাঁর। অগত্যা ঘরে বসেই অনলাইনে নিকাহ করতে হয়েছে তাঁকে।
সমস্যার এখানেই শেষ নয়। বিয়ের কয়েকদিন আগে পাত্রীর মা রানা ইয়াসমিন জাইদি অসুস্থ হয়ে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতির চাপে শাহিদ ঠিক করেন শুক্রবার রাতেই ছেলের বিয়ে দেবেন অনলাইনে। জৌনপুরের স্থানীয় ইমামবাড়ায় বরযাত্রীদের নিয়ে পাকিস্তানি কনেকে বিয়ে করেন। অনলাইন এই বিয়েতে অংশ নেন লাহোরে কনের আত্মীয়রাও।
আরও পড়ুন জয়শঙ্করের 'ধমক' খেয়ে সুর নরম পাকিস্তানের, সম্পর্ক স্বাভাবিক করার জোরালো সওয়া
শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মৌলানা মাহফুজুল হাসান খান ব্যাখ্যা দিয়েছেন যে ইসলামে পাত্রীর অনুমতি প্রয়োজন বিয়ের জন্য। পাত্রী মৌলানাকে নিজের ইচ্ছার কথা জানান। মৌলানা বলেছেন, অনলাইনে নিকাহ হলেও দুই পক্ষের মৌলানা বিয়ের অনুমতি দেবেন।
নতুন বর হায়দার বলেছেন, তাঁর স্ত্রী শীঘ্রই ভারতীয় ভিসা পেয়ে যাবেন। এই বিয়ের অনুষ্ঠানে বিজেপির বিধায়ক ব্রিজেশ সিং প্রিশু এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিজেপি নেতা এবং তাঁর ছেলেকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।