Advertisment

Nawaz Sharif: জয়শঙ্করের 'ধমক' খেয়ে সুর নরম পাকিস্তানের, সম্পর্ক স্বাভাবিক করার জোরালো সওয়াল

Nawaz Sharif: ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, 'উভয় দেশের উচিত অতীত ভুলে যাওয়া এবং ভালো প্রতিবেশী হিসেবে সম্পর্ককে এগিয়ে যাওয়া'।

author-image
IE Bangla Web Desk
New Update
arif: india pakistan relation

জয়শঙ্করের 'ধমক' খেয়ে সুর নরম পাকিস্তানের, সম্পর্ক স্বাভাবিক করার জোরালো সওয়াল

India-Pakistan Relation: 'আমাদের অতীত ভুলে এগিয়ে যাওয়া উচিত'...!  জয়শঙ্করের 'ধমক' খেয়ে সুর নরম পাকিস্তানের। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, 'উভয় দেশের উচিত অতীত ভুলে  যাওয়া এবং ভালো প্রতিবেশী হিসেবে সম্পর্ককে এগিয়ে যাওয়া'। পাশাপাশি তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক পাকিস্তান সফরকে দু'দেশের সম্পর্কের 'ইতিবাচক' সূচনা বলে বর্ণনা করেছেন।  একই সময়, তিনি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাহোর  সফরের কথা স্মরণ করে বলেন,  মোদীর সেই সফর দু'দেশের সম্পর্কের উন্নতির জন্য ছিল এক বড় পদক্ষেপ।

Advertisment

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের সভাপতি নওয়াজ শরিফ বলেছেন, 'ভারত ও পাকিস্তানের উচিত অতীতকে পেছনে  ফেলে ভালো প্রতিবেশী দেশ হিসাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া'। তিনি আরও বলেন, 'দুই দেশের এখনই আলোচনা শুরু করা উচিত'। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান সফরকে দু'দেশের মধ্যে সম্পর্কের এক 'ভালো' সূচনা বলে অভিহিত করেছেন তিনি।

ইজরায়েলি বিমান হামলায় নিহত হামাস প্রধান সিনওয়ার! উচ্ছ্বাস নেতানিয়াহু'র

এসসিও সম্মেলনে অংশ নিতে সম্প্রতি পাকিস্তান সফর করেন জয়শঙ্কর। গত নয় বছরে তিনিই প্রথম  ভারতীয় বিদেশমন্ত্রী যিনি পাকিস্তান সফর করলেন।   সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় শরীফ দুই  দেশের সম্পর্কের 'তিক্ততা' নিয়ে অসন্তোষ প্রকাশ  করেন এবং বলেন যে তিনি আশা করেন যে উভয় দেশই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে, তিনি প্রধানমন্ত্রীর লাহোর সফরের কথাও উল্লেখ করেছেন।

'বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হাল হবে'! 'ভাইজান'কে ফের হুমকি, পুলিশ মহলে তোলপাড়

নওয়াজ শরিফ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে খেলার মাঠের সম্পর্ককে পুনরায় ফিরিয়ে আনারও আবেদনও করেছেন। তিনি বলেন, দুই দেশের ক্রিকেট দল যখন একে অপরের দেশে খেলবে তখন শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, পারস্পরিক সম্পর্কের  উন্নতি হবে। এর সঙ্গে ভারত-পাকিস্তান বাণিজ্য সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন নওয়াজ শরিফ। তিনি বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে স্বাভাবিক করা উচিত। শরিফ ১৯৯৯ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর লাহোরে ঐতিহাসিক সফরের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এবং এটিকে উদাহরণ হিসেবে দেখা উচিত। 

তিনি দুই দেশের মধ্যে 'খারাপ' সম্পর্কের জন্য  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন তিনি বলেছেন, 'ইমরান খান এমন শব্দ ব্যবহার  করেছেন যা দু'দেশের সম্পর্ক নষ্ট করেছে। দুই  দেশের নেতাদেরও ভাবা উচিত নয়, এ ধরনের কথা বলা উচিত নয়।

India pakistan
Advertisment