গুরুত্বপূর্ণ সংসদীয় সব কমিটিতেও পদ্মের প্রাধান্য। স্বরাষ্ট্র বাদ দিয়ে অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির শীর্ষে থাকছেন বিজেপি মন্ত্রী বা সাংসদরা। যা প্রচলিত রীতিকে ভঙ্গ করা হয়েছে বলেই অভিযোগ। স্বরাষ্ট্র বিষয়ক প্যানেলের প্রধান করা হয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মাকে। বিরোধীদের ছাড়া হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি, শ্রম-কেমিক্যাল-সার এবং খাদ্য ও উপভোক্তা বিষয়ক প্যানেল।
এতদিন বিদেশ ও অর্থ বিষয়ক প্যানেলের প্রধান বাছা হত বিরোধী শিবির থেকে। কিন্তু, এবার সেই রীতি ভাঙা হয়েছে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে অর্থ বিষয়ক কমিটির প্রধান করা হচ্ছে। প্রাক্তন মন্ত্রী জুয়াল ওরাম ও পি পি চৌধুরীকে প্রতিরক্ষা ও বিদেশ বিষয়ক প্যানেলের প্রধান মনোনিত করা হয়েছে।
আরও পড়ুন: আম্বানি পরিবারকে কালো টাকা আইনে আয়করের নোটিস
একাধিক সংসদীয় কমিটির কে কোনটার নেতৃত্বে থাকবেন তা জানানো হয়েছে। প্রবীণ বিজেপির নেতা এবং রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদবকে বিচার ও আইন, পাবলিক ও পারসোনাল গ্রিভান্স সেলের মাথা হিসাবে নিয়োগ করা হচ্ছে। বিজেপির রাকেশ সিং - কয়লা ও ইস্পাত, রমেশ বিধুরী - পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রমা দেবী - সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন, সত্যনারায়ণ - জাতীয় মানব সম্পদ, কে কেশব রাও - শিল্প, জগদম্বিকা পাল - নগরোন্নয়ন এবং সঞ্জয় জয়সওয়াল জল সম্পদ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন।
কমিটির প্রধান হিসাবে ঠাঁই দেওয়া হয়েছে বিজেপি বা এনডিএ-র বন্ধু রাজনৈতিক দলগুলিকেও। যেমন, ওয়াইএসআরসিপি দলের সঙ্গে বিজেপির সখ্যতা রয়েছে। সেই দলের সাংসদ বিজয়সাই রেড্ডিকে - বাণিজ্য বিষয়ক প্যানেলের সভাপতি নিয়োগ করা হয়েছে। শ্রম বিষয়ক কমিটির নেতৃত্ব দিচ্ছেন বিজেডির ভরতুহরি মেহতাব, শরিক জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন - শক্তি বিষয়ক প্যানেলের সভাপতিত্ব করবেন। শিবসেনার সাংসদ প্রতাপরাও যাদবকে - গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত প্যানেলের প্রধান নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: রাজীব কুমার কি কলকাতাতেই? দিল্লির নির্দেশে আজই বড় পদক্ষেপ করতে পারে সিবিআই
বিদেশ বিষয়ক কমিটি থেকে রাহুল গান্ধীকে সরিয়ে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। বিরোধী শিবিরের ডিএমকে সাংসদ এম কানিমোজি - রাসায়নিক ও সার মন্ত্রকের কমিটির সভাপতিত্ব করবেন। ষোড়শ লোকসভায় বিদেশ বিষয়ক কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেসের শশী থারুর। তাঁকে এবার তথ্য প্রযুক্তি প্যানেলের প্রধানের পদ দেওয়া হয়েছে। থারুর টুইট করে জানিয়েছিলেন, 'এতদিন বিদেশ বিষয়ক কমিটির প্রধানের দায়িত্বে থাকতেন বৃহৎ বিরোধী দলের কেউ। বিজেপি সাংসদ এখন থেকে তাদের সরকারের কাছেই দায়বদ্ধ থাকবে। এতে ভারতীয় গণতন্ত্রের একটি লঘু দিক প্রকাশ পেল। এছাড়া এতে আন্তর্জাতিক খ্যাতিও নষ্ট হল।'
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির ধান করা হয়েছে সমাজবাদি দলের রাম গোপাল যাদবকে। রেলমন্ত্রক, কৃষির সংসদীয় কমিটির সদস্য পদ পাওয়ার চাহিদা রয়েছে। তবে এবার, তা কোনও বিরোধীদের ছাড়া হয়নি। এই দুই কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা রাধামোহন সিং ও পিসি গৌদিগৌদাকে। পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক প্যানেলের প্রধানের পদটি রাজ্যসভার সদস্য টি জি ভেঙ্কটেশের হাতে গেছে, যিনি সম্প্রতি টিডিপি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। এর আগে এই কমিটির নেতৃত্বে ছিলেন তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন। তবে, লোকসভার তৃণমূল সাংসদকে খাদ্য উপভোক্তা কমিটি ও পিডিএসের স্থায়ী কমিটির প্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছে।
Read the full story in English