ছেলের পথ অনুসরণ করলেন বাবা। বিধায়ক ছেলে সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন। আর বাবা পুলিশকে রীতিমত হুমকি দিলেন। চড়া সুরে সতর্ক করে জানালেন ইন্দোরে আগুন জ্বালানোর ক্ষমতা রয়েছে তাঁর। খাঁকি উর্দির সামনে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সেই হুঙ্কার ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়। গেরুয়া দলের এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে শাস্তিমূল পদক্ষেপের দাবি করেছে কংগ্রেস।
মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের পুলিশ দলীয় নেতা, কর্মীদের ওপর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিমাত্রিসুলভ ব্যবহার করছে বলে অভিযোগ। যার প্রতিবাদ করেছে পদ্ম বাহিনী। এবার, এই প্রসঙ্গে পুলিশের উচ্চ পদাধিকারীদের সঙ্গে আলোচনা চেয়েছিল বিজেপি নেতৃত্ব। এজন্য ইন্দোরের শীর্ষ পুলিশ আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির তরফে। কিন্তু, কোনও উচ্চ পুলিশ কর্তাই সেখানে হাজির হননি। তবে, কয়েকজন অধস্তন অফিসারকে সেখানে দেখা যায়। আর এতেই বিজয়বর্গীয়র মেজাজ সপ্তমে পৌঁছায়।
আরও পড়ুন: বাংলায় এনআরসি হবেই, হিন্দুদের দেশ ছাড়তে হবে না: কৈলাশ বিজয়বর্গীয়
ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে উত্তেজিত কৈলাশ বিজয়বর্গীয়র সামনে দাঁড়িয়ে দু'জন পুলিশ অফিসার। তাদের বিজেপি নেতা বলছেন, 'কী মনে করছে ওরা (সিনিয়ার পুলিশ অফিসার) খুব বড় হয়ে গিয়েছে। মনে রাখা প্রয়োজন ওরা জনতার সেবক।' জবাবে, উপস্থিত পুলিশদের মধ্যে একজন জানান, বিজেপির এই আমন্ত্রণ সম্পর্কে তাঁর কিছুই জানা নেই।
এরপর আরও সুর চড়ান বিজয়বর্গীয়। বলেন, 'কথা বলতে চেয়ে আমরা লিখিত আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা যে শহরে থাকবেন না তা একবার জানানোরও প্রয়োজন বোধ করেননি। কোনও রীতিনীতি নেই নাকি? আমরা এসব বরদাস্ত করব না।' এরপরই চরম হুঁশিয়ারি বেরিয়ে আসে বিজেপি নেতার মুখ থেকে। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'আমাদের সংঘের (আরএসএস) নেতারা এখানে (ইন্দোর ) রয়েছেন। নয়-তো ইন্দোরে আগুন ধরিয়ে দিতাম।'
আরও পড়ুন: কৈলাশ বিজয়বর্গীয়কে ঘিরে তুমুল বিক্ষোভ, মুর্শিদাবাদে ধুন্ধুমার
ভিডিও ভাইরাল হতেই নানা মহল থেকে নিন্দার ঝড় ওঠে। কংগ্রেস কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে শাস্তিমূল পদক্ষেপ দাবি করে। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র নীলভ শুক্লা বলেন, 'বিজয়বর্গীয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা উচিত।'
গত বছর, পুরসভার আধিকারিককে ক্রিকেট ব্যাট দিয়ে পেটিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। বেআইনি নির্মাণ ভাঙতে আকাশের এলাকায় অভিযান চালিয়েছিল ইন্দোর পুরসভা। পুর আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখা দেয়। দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর ছেলে ও ইন্দোরের বিধায়ক আকাশ। এরপরই পুরসভার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে বচসা জুড়ে দেন তিনি। বচসার মধ্যেই ক্রিকেট ব্যাট হাতে অফিসারকে মারতে থাকেন বিজেপির বিধায়ক। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা ঘিরে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
Read the full story in English