মণিপুরের ইম্ফলে হাসপাতালের সামনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল। সোমবার ইম্ফলে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেসের (রিমস) সামনে বিস্ফোরণ ঘটে। আইইডি বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ২ জন জখম হয়েছেন।
মণিপুরে সবথেকে বড় উৎসব নিঙ্গোল চকৌবা উদযাপনের মধ্য়েই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। রিমসের মেন গেটের উত্তর অংশ থেকে কয়েক মিটার দূরত্বে বিস্ফোরণ ঘটে। জখমদের রিমসে ভর্তি করা হয়েছে। তাঁরা বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ‘মিথ্যা কল্পনা’, জঙ্গি কার্যকলাপে মদত প্রসঙ্গে পাকিস্তানের দাবি ওড়াল ভারত
বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘুরে দেখে মণিপুর পুলিশের ডিআইজি-র নেতৃত্বাধীন একটা দল। ডিআইজি জানিয়েছেন, ‘‘এমন একটা জায়গায় বিস্ফোরণ ঘটেছে যেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। শীঘ্রই অপরাধীদের পাকড়াও করা হবে’’।
হামলার কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন