Nalanda Train Accident: বিরাট ট্রেন দুর্ঘটনা! রেললাইনে আটকে থাকা যাত্রী বোঝাই গাড়িকে সজোরে ধাক্কা প্যাসেঞ্জার ট্রেনের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল গাড়ি। লাফ দিয়ে কোন মতে প্রাণে বাঁচালেন যাত্রীরা।
নালন্দায় বিরাট ট্রেন দুর্ঘটনা। রেললাইনে আটকে থাকা বোলেরোর সঙ্গে দানাপুর থেকে রাজগীরগামী একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অনেকে।
শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার বখতিয়ারপুর-রাজগীর সেকশনের শরীফ রেলওয়ে জংশন এবং পাওয়াপুরী হল্টের মধ্যে। জানা গিয়েছে একটি অবৈধ রেলক্রসিংয়ে পারাপারের সময় কোন ভাবে লাইনে আটকে যায় যাত্রী বাহী গাড়ির ইঞ্জিন। সেই সময়ই উলটোদিক থেকে ছুটে আসছিল দানাপুর থেকে রাজগীরগামী প্যাসেঞ্জার ট্রেন। দ্রুত গতিতে ছুটে এসে সজোরে যাত্রীবাহী গাড়িটিকে ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেনটি।
সংঘর্ষের আগেই গাড়িতে থাকা যাত্রীরা গাড়ি থেকে লাফ দিয়ে কোন মতে নেমে পড়েন। ফলে এড়ানো সম্ভব হয়েছে মৃত্যু মিছিল। ট্রেনের ধাক্কায় গাড়িটি প্রায় কিছুদূর গিয়ে লাইনে আটকে যায়। ঘটনায় এই রুটে রেল চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়, যার ফলে যাত্রীদের ব্যাপক অসুবিধার মুখে পড়তে হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে, বোলেরোতে থাকা সকলেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অবৈধ ক্রসিংটি স্থানীয় লোকজন যাতায়াতের সুবিধার জন্য নিজেরাই তৈরি করেছিলেন।
রেলের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার ঠিক আগে, গাড়িতে থাকা সকল যাত্রী লাফ দিয়ে নেমে পড়ায় এড়ানো গিয়েছে মৃত্যু। ট্রেনের ধাক্কায় গাড়িটি বেশ কিছুটা দূরে গিয়ে রেল লাইনে আটকে যায়। যার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, লংদি ভিঘা গ্রামের কাছে অবৈধ ক্রসিংটি বন্ধ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু স্থানীয়রা সেটি আবার খুলে দেয় এবং সেটি ব্যবহার করেই চলছিল লাইন পারাপার।