West Bengal News Highlights: রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর গাড়ি

West Bengal News Updates Today 1 Mar, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jadavpur university

রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর গাড়ি Photograph: (ফাইল ছবি)

Latest West Bengal News Updates: উত্তপ্ত যাবদপুর বিশ্ববিদ্যালয়। ত্ণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে স্লোগান, বিক্ষোভ। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের। ক্যাম্পাসেই WBCUPA-SFI-এর হাতাহাতি। দুপক্ষের হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া ও অধ্যাপক আহত হয়েছেন বলেই খবর। এদিকে বৈঠক ছেড়ে বেরোনোর সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাংচুর চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড-এ অবস্থান SFI-এর 

Advertisment

ট্রাক-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু কলকাতার চারজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও সাত জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থলেই ট্রাকটি রেখে পালিয়ে যায় বলেই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশের চন্দৌলীতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে মৃত ও আহতরা সকলেই কামারহাটির বাসিন্দা। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

এক্তিয়ার বহির্ভূতভাবে নদিয়ার শান্তিপুরের বিডিও সর্বদল বৈঠক ডেকেছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী ৫ মার্চ সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন ওই বিডিও। রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বুথস্তরের এজেন্ট তালিকার পাশাপাশি মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের শনাক্তকরণ নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।। শুভেন্দু অধিকারীর দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া এই ধরনের বৈঠক ডাকতে পারেন না বিডিও। যদিও পাল্টা শান্তিপুরের বিডিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন বৈঠকের জন্য কমিশন থেকে আগাম অনুমতি নেওয়া আবশ্যিক বিষয় নয়।

এবার অস্ত্র মামলায় অভিযুক্ত তৃণমূলের এক নেতাকে ধরতে গেলে পুলিশের উপর পাল্টা হামলার অভিযোগ গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের চোপড়ায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অস্ত্র আইনে অভিযুক্ত প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান। শুক্রবার সকালে তাকেই গ্রেফতার করে পুলিশ। গ্রাম থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের পথ আটকায় গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় গ্রামবাসীদের। এরই ফাঁকে ওই তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। পুলিশের কাজে বাধার অভিযোগে ১১ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতার খোঁজে তল্লাশি জারি হয়েছে।

Advertisment

 

  • Mar 01, 2025 18:14 IST

    West Bengal News Live: মনোনয়ন জমা দিতে বাধা

    বাগদা কোলা মৎস সমবায়ের ভোটের নমিনেশন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের । 

    উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কোলা মৎস সমবায় কেন্দ্রের ৯ আসনের ভোটের নমিনেশন জমা দেবার শেষ দিন ছিল শনিবার । এদিন তৃণমূল সমর্থিত ৯ প্রার্থীর নমিনেশন জমা দেবার পর । বিরোধী ৯ প্রার্থী নমিনেশন জমা দিতে এলে তাদের নমিনেশন কেড়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । 

    বিজেপির অভিযোগ বাগদার তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জিৎ সরদারের অনুগামীরা বিরোধী প্রার্থীদের নমিনেশন জমা দিতে দেয়নি । প্রার্থীদের মারধর করে তাড়িয়ে দিয়েছে । 

    যদিও সব অভিযোগ অস্বীকার করে বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমুলের অঞ্চল সভাপতি সঞ্জিত সরদার জানিয়েছেন আমি ওখানে ছিলাম না কিছু হয়েছে কি না আমার জন্য নেই। বিজেপির ফাঁকা আওয়াজ তুলছে নাচতে না জানলে উঠান বাঁকা তেমন । আর জেলে বাগদী মৎস্যজীবীরা সবাই মমতা ব্যানার্জীর পক্ষে।



  • Mar 01, 2025 16:34 IST

    West Bengal News Live: উত্তপ্ত যাবদপুর বিশ্ববিদ্যালয়

    উত্তপ্ত যাবদপুর বিশ্ববিদ্যালয়। ত্ণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে স্লোগান, বিক্ষোভ। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের। ক্যাম্পাসেই WBCUPA-SFI-এর হাতাহাতি। দুপক্ষের হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া ও অধ্যাপক আহত হয়েছেন বলেই খবর। এদিকে বৈঠক ছেড়ে বেরোনোর সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাংচুর চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। SSKM হাসপাতালে ভর্তি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তাঁর চিকিৎসা চলছে। 

    jadavpur university.
    শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ

     



  • Mar 01, 2025 15:42 IST

    West Bengal News Live: সীমান্তে পাকড়াও চার বাংলাদেশি

    ফের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল চার বাংলাদেশি। তবে ভারতে ঢোকার আগেই তাদের পাকড়াও করে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। পরে ওই চার বাংলাদেশিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।



  • Mar 01, 2025 15:25 IST

    West Bengal News Live: 'ভূত' তাড়াতে পথে তৃণমূল

    গত বৃহস্পতিবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ভোটার তালিকা পরিস্কার করতেই হবে। দলনেত্রীর নির্দেশের পরপরই চূড়ান্ত তৎপরতা তৃণমূলের নেতা-কর্মীদের। ভোটার তালিকা সংশোধনে জোরদার তৎপরতা শুরু শহর থেকে জেলায়। শনিবার কলকাতার চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে 'স্ক্রুটিনি' করতে দেখা গিয়েছে স্বয়ং মেয়র ফিরহাদ হাকিমকে। ভবানীপুরেও বাড়ি-বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে দেখা গিয়েছে এলাকার তৃণমূল কাউন্সিলরকে। শহর কলকাতার দিকে দিকে এই তৎপরতার পাশাপাশি জেলাগুলিতেও এব্যাপারে সচেষ্ট শাসকদল। ভোটার তালিকা সংশোধন ও বুথ ভিত্তিক জনসংযোগ বাড়াতে শনিবার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলী মৈত্রকেও দেখা গেল পথে নামতে।



  • Mar 01, 2025 15:06 IST

    West Bengal News Live: ভারত বিশ্বশক্তিতে পরিণত হয়েছে: মোদী

    'আমাদের দেশ কেবল কর্মশক্তির দেশ নয়, বরং ভারত  বিশ্বশক্তিতে পরিণত হয়েছে' ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী দিল্লিতে এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন। শনিবার তাঁর ভাষণে মোদী বলেন, ভারত বিশ্বের নতুন কারখানা এবং অসীম উদ্ভাবনের ভূমি হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্ব একবিংশ শতাব্দীর ভারতের দিকে তাকিয়ে আছে এবং তারা জানতে এবং বুঝতে চায় যে ভারত কীভাবে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বিমানবাহী রণতরী  সবকিছু তৈরি করছে। তিনি আরও বলেন, যে দেশ একসময় প্রচুর পণ্য আমদানি করত, এখন সেই দেশই বিশ্বের এক সর্ববৃহৎ রপ্তানিকারক দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। হলুদ থেকে শুরু করে কফি এবং বাজরা থেকে শুরু করে মাখনা, সবকিছুই ভারত আজ রপ্তানি করছে। প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেন, দেশের তৈরি মোবাইল ফোন, প্রতিরক্ষা সরঞ্জাম, ইলেকট্রনিক্স পণ্য এবং ওষুধ বিশ্বস্তরে স্বীকৃতি পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত তার সভাপতিত্বে G-20 শীর্ষ সম্মেলনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোরকে একটি নতুন অর্থনৈতিক রুট হিসেবে চালু করেছিল। মোদী বলেন, "আগামী ২৫ বছরে ভারত দ্রুত উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।"



  • Mar 01, 2025 15:04 IST

    West Bengal News Live: ডিজিটাল অ্যারেস্ট চক্রের অন্যতম পাণ্ডা গ্রেফতার

    বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। রাজধানী দিল্লিতে গিয়ে ডিজিটাল অ্যারেস্ট চক্রের অন্যতম পাণ্ডাকে পাকড়াও করেছেন কলকাতা পুলিশের অফিসাররা। দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে ওই ব্যক্তিকে কলকাতায় আনা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৯৩০টি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, নগদ দু'লক্ষ টাকা এবং বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Digital Arrest: বড়সড় সাফল্য কলকাতা পুলিশের, দিল্লিতে গ্রেফতার 'ডিজিটাল অ্যারেস্ট' চক্রের অন্যতম পাণ্ডা



  • Mar 01, 2025 14:19 IST

    West Bengal News Live: মেয়েকে নিয়ে আত্মঘাতী বাবা

    মেয়েকে নিয়ে আত্মঘাতী হলেন বাবা। অটিজমে আক্রান্ত একমাত্র মেয়েকে নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বাবা। বেহালার পর্ণশ্রীর মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়ের শারীরিক পরিস্থিতি নিয়ে তীব্র অবসাদে ভুগছিলেন বাবা, সম্ভবত তারই জেরে চরম এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেহালার পর্ণশ্রীর বাড়ি থেকে বাবা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের নাম সজন দাস এবং সৃজা দাস। পর্ণশ্রীর হোচি মিন সরমির বাসিন্দা ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির একতলার ঘরে পাখার হুক থেকে নাইলনের দড়ির সঙ্গে ঝুলছিলেন বাবা এবং মেয়ে। 

    বিস্তারিত পড়ুন- Parnasree Suicide: অটিজমে আক্রান্ত মেয়েকে নিয়ে গলায় দড়ি বাবার! বেহালার পর্ণশ্রীতে তুমুল চাঞ্চল্য



  • Mar 01, 2025 12:43 IST

    West Bengal News Live:বাড়ল রান্নার গ্যাসের দাম

    মার্চ মাসের শুরুতেই দুঃসংবাদ! ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এ মাসেই রয়েছে বেশ কয়েকটি উৎসব। দোলযাত্রা, হোলি থেকে শুরু করে ইদও রয়েছে এমাসেই। আগামিকাল অর্থাৎ ২ মার্চ থেকে শুরু হচ্ছে রমজান মাস। ঠিক এই আবহে এবার রান্নার গ্যাসের দাম বাড়াল তেল বিপণনকারী সংস্থাগুলি। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ মার্চ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ ১ মার্চ ২০২৫ থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা করে বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল সংস্থার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে এবার খরচ পড়বে ১৯১৩ টাকা। ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা।


    বিস্তারিত পড়ুন- lpg cylinder price hike: মার্চের শুরুতেই দুঃসংবাদ! এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল রান্নার গ্যাসের দাম



  • Mar 01, 2025 12:12 IST

    West Bengal News Live:নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার যুবক

    তিন মাস ধরে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ নাবালিকাকে। পরিবারের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত আবুল হোসেন মিদ্দে (৪০)।নির্যাতিতার পরিবারের অভিযোগ, ১২ বছরের নাবালিকাকে কখনও খাবারের লোভ কখনও খেলনার লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করত ওই যুবক। এই ঘটনা চলছিল গত তিন মাস ধরে। নাবালিকা এই ঘটনার কথা যাতে কাউকে না বলে তাকে ভয়ও দেখানো হতো। অবশেষে নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যদের সব কথা খুলে বলে। এরপরেই পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় লিখিত অভিযোগ জানায়। পসকো আইনে মামলা রুজু করে গতকাল রাতেই অভিযুক্ত আবুল হোসেন মিদ্দেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রাজারহাটের ধারসা এলাকার বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকারও করেছে ধৃত। 



  • Mar 01, 2025 11:59 IST

    West Bengal News Live: 'বাংলাদেশি খেদাও', অভিযানের নির্দেশ শাহের

    এবার রাজধানী দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে অবিলম্বে তাঁদের ফেরত পাঠানোর নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লির সার্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের যাঁদের কাছে বৈধ পরিচয় পত্র নেই, অবিলম্বে তাঁদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন শাহ। দিল্লি পুলিশকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দিল্লিতে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বেআইনিভাবে যারা থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তাদের সেই চক্রকে শিকড় থেকে উপরে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



  • Mar 01, 2025 11:04 IST

    West Bengal News Live:'ভুয়ো ভোটার' নিয়ে সরব BJP

    তৃণমূলের পর এবার রাজ্যে ভূতুড়ে ভোটার নিয়ে সরব BJP-ও। রাজ্যের ভোটার তালিকায় ১৬ লক্ষ ভুয়ো নাম রয়েছে বলে দাবি গেরুয়া দলের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে শুক্রবার এব্যাপারে পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপির বিধায়করা। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। ভুয়ো ভোটার নিয়ে আক্রমণ শানাতে গিয়ে দেশের নির্বাচন কমিশন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করেছেন তাতে কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন শুভেন্দু অধিকারী।



  • Mar 01, 2025 09:56 IST

    West Bengal News Live:কেন্দ্রের পাঠানো কাঁড়ি-কাঁড়ি টাকা খরচই হল না

    টাকা থাকতেও খরচে ব্যর্থ। গ্রামীণ এলাকায় উন্নয়ন কাজের জন্য কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশন থেকে দেওয়া অর্থের এক চতুর্থাংশ খরচে ব্যর্থ পূর্ব বর্ধমান জেলার ২০ টি গ্রাম পঞ্চায়েত। তাদের টাকা পড়ে থাকায় জেলার বাকি পঞ্চায়েতগুলি চলতি আর্থিক বছরের জন্যে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অসুবিধায় পড়ছে। টাকা খরচে ব্যর্থতার জন্য জেলা প্রশাসন ওই ২০ টি পঞ্চায়েতকে 'দুর্বল' বলে ঘোষণা করেছে। 'দুর্বল' গ্রাম পঞ্চায়েতগুলিকে নিয়ে বৈঠক করেছেন জেলাশাসক আয়েষা রানি এ। সেই বৈঠকেই সামনে আসে জেলায় ২১৫ টি গ্রাম পঞ্চায়েতের খাতায় কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের ৩০ কোটি টাকার মতো এখনও পড়ে রয়েছে। দ্রুত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার কথা জেলাশাসক ওই পঞ্চায়েতগুলিকে জানিয়ে দিয়েছেন। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: উন্নয়ন নিয়ে ক্ষোভের পাহাড় দিকে-দিকে! সেকাজেই কেন্দ্রের পাঠানো কাঁড়ি-কাঁড়ি টাকা খরচই হল না



  • Mar 01, 2025 09:19 IST

    West Bengal News Live:কলকাতা মেট্রোয় বাম্পার বন্দোবস্ত!

    মেট্রো যাত্রীদের জন্য সুখবর!! ব্লু লাইন, গ্রিন লাইন-১ ও ২ এবং অরেঞ্জ লাইনের পর, গতকাল বিকেল থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনেও একই লেনদেনে কাগজের QR ভিত্তিক একাধিক টিকিটিং সুবিধা চালু করা হয়েছে। যে কোনও যাত্রী বুকিং কাউন্টারে টাকা দিয়ে কিংবা UPI পদ্ধতিতে প্রয়োজনীয় ভাড়া পরিশোধ করে একক লেনদেনে সর্বাধিক ৭টি কাগজ ভিত্তিক QR টিকিট কিনতে পারবেন। এখনও পর্যন্ত, যে কোনও যাত্রী একবারে কেবল একটি কাগজ ভিত্তিক QR টিকিট কিনতে পারতেন।

    বিস্তারিত পড়ুন-Kolkata Metro: কলকাতা মেট্রোয় বাম্পার বন্দোবস্ত! যাত্রী স্বার্থে দুরন্ত সুবিধা পুরোদমে চালু



  • Mar 01, 2025 08:44 IST

    West Bengal News Live: তাপমাত্রা বাড়বে জেলায়-জেলায়

    মার্চের শুরু থেকেই বাড়বে গরমের অনুভূতি। শহর থেকে জেলা তাপমাত্রা বাড়বে সর্বত্র। মার্চ মাসের শুরু থেকেই এবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন সাতেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। তারই জেরে ভোরের দিকে কিছু কিছু জেলায় দৃশ্যমানতা কম থাকার সমস্যা দেখা দিতে পারে। তবে রোদ ওঠার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: তাপমাত্রা বাড়বে জেলায়-জেলায়, মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমে হাঁসফাঁস? বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট



Bangladesh Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal Bangladesh Crisis