Advertisment

সাতসকালেই হুলস্থূল! বোমাতঙ্কে বাতিল ইন্ডিগো'র উড়ান

দুবাইগামী ইন্ডিগো বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। সকাল ৭টা ২০ মিনিটে বিমানটির ছাড়ার কথা ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Chennai bomb threat, chennai flight bomb threat, dubai flight threat, dubai flight threat in chennai, chennai airport, chennai news, chennai latest news, chennai news updates, indian express

সাতসকালেই বোমাতঙ্ক! দুবাইগামী ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ক ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ভারত থেকে দুবাই উড়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল ইন্ডিগোর বিমানটি। সেই সময় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সূত্রের খবর পুলিশ কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে তাতে বলা হয়, দুবাইগামী বিমানটিকে উড়িয়ে দেওয়া হবে। এর পরই যাত্রিদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই বিমান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। হুলস্থূল পড়ে যান চেন্নাই বিমান বন্দরে।

Advertisment

আরও পড়ুন: < মুম্বইয়ে ফের আত্মঘাতী হামলার হুমকি, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা >

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই দুবাইগামী ইন্ডিগো বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক গ্রাস করে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, হুমকি ফোন পাওয়ার পরই বিমানটির উড়ান স্থগিত করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা বিমানের ভিতর তল্লাশি চালান। যদিও কোনও সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরকের হদিশ মেলেনি। উড়ো ফোন নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Indigo Chennai
Advertisment