রাজস্থানের দৌসারে ২২ বছর বয়সী এক গর্ভবতী মহিলার মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে এক ডাক্তারের বিরুদ্ধে। এবার আত্মঘাতী হলেন সেই ডাক্তার। মঙ্গলবার রাতে তিনি নিজের বাড়িতেই আত্মহত্যা করেন বলেন অভিযোগ। ওই ডাক্তারের নাম অর্চনা শর্মা।
জানা গিয়েছে মৃত ডাক্তারের দুই সন্তান রয়েছে। মৃত্যুর আগে তিনি একটি সুইসাইড নোটও লিখে যান। তাতে লেখা ছিল আমি আমার স্বামী এবং সন্তানদের ভালোবাসি। আমার মৃত্যুর পর তারা যেন কষ্ট না পায়। আমি কোনো অন্যায় করিনি এবং কাউকে হত্যা করিনি। প্রসবোত্তর রক্তক্ষরণ একটি পরিচিত জটিলতা; ডাক্তারদের হয়রানি বন্ধ করুন... আমার মৃত্যুই আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে।’
এদিকে ডাক্তারের আত্মহত্যার ঘটনা সামনে আসতেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দৌসারের পুলিশ সুপার অনিল কুমারকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছেন। পাশাপাশি মৃত ডাক্তারের স্বামীর অভিযোগ বেশ কয়েকজন স্থানীয় বিজেপি নেতা তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআরের জন্য পুলিশকে চাপ দিয়েছিল। আর তারই মর্মান্তিক পরিণতি এই মৃত্যু।
এদিকে মৃত্যুর ঘটনার পর মুখ খোলেন মৃতার স্বামী ডাঃ উপাধ্যায়। তিনি বলেন, ‘২২ বছর বয়সী এক গর্ভবতী মহিলার সন্তান প্রসবের পর একাধিক শারীরিক জটিলতা দেখা দিয়েছিল আমারা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার অভিযোগ আত্মীয়রা মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে যান কিন্তু কিছুক্ষণ পরে হাসপাতালে ফিরে আসেন তাদের সঙ্গে ছিলেন বেশ কিছু স্থানীয় বিজেপি নেতা’। তারা এসে হাসপাতালে বিশৃঙ্খলার চেষ্টা করে।
বুধবার এই মর্মে একটি ভিডিও বার্তায় ডাঃ উপাধ্যায় বলেছিলেন, ‘দু ঘণ্টা ধরে, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি এবং তাকে দুই ইউনিট রক্ত দিয়েছিলাম কিন্তু তাকে বাঁচাতে পারিনি। তার আত্মীয়রা দেখেছে যে আমরা তাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি এবং হাত জোড় করে স্বীকার করেছি যে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু এটি তাদের দুর্ভাগ্য, যে আমরা তাকে বাঁচাতে পারিনি’।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ডাঃ উপাধ্যায় বলেন, ‘বিগত ৫-৬ বছর ধরে স্থানীয় এক বিজেপি নেতা নানা ভাবে তাদের হয়রানি করে আসছেন। ২০১৬ সালে যখন হাসপাতাল চালি করা হয় তখন থেকেই জোশী নানা হুমকি নানা ভাবে ভয় দেখিয়ে আসছেন, আমরা ২ বার ওই নেতার নামে পুলিশের কাছে অভিযোগ করি কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তিনি আরও বলেন, বছর দুয়েক আগে এক শিশু মৃত্যুর ঘটনাতেও হাসপাতালের ওপর চড়াও হন স্থানীয় ওই বিজেপি নেতা।
আরো পড়ুন: বগটুইয়ের ভাদু শেখ হত্যায় গ্রেফতার আরও ২, নিহত উপ-প্রধানের বাড়িতে CBI গোয়েন্দারা
সেই সঙ্গে তিনি বলেন, কিছুদিন আগেই তার এক আত্মীয়, মনোজ যোশী আমাদের ফোন করে ব্ল্যাকমেল করেছিল এবং টাকা চেয়েছিল। আমি পুলিশের কাছে সেই অডিও রেকর্ডিং জমা দিয়েছিলাম, কিন্তু পুলিশ এফআইআর দায়ের করেনি”। তার আরও অভিযোগ স্থানীয় ওই বিজেপি নেতার চাপেই পুলিশ আমার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি যোগ করেন, সংবাদ পত্রে এফআইআরের খবর পড়ে আমারা স্ত্রী খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। নিজেকে নির্দোষ প্রমাণ করতেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে’।
এই ঘটনার প্রতিবাদ করে রাজস্থানের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লিতে এইমসের আবাসিক চিকিৎসকরা কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদের পরিকল্পনা করেছেন। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন ঘটনার তীব্র নিন্দা করেছে। ওই চিকিৎসকের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি করা হয়েছে ওই সংগঠনের তরফে। এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, চিকিৎসক অর্চনা শর্মার আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। সেই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Read in English