Rail Budget 2025: ২০০টি বন্দে ভারত ট্রেন তৈরির অনুমোদন! বাজেটে রেলের জন্য বরাদ্দ ২.৫২ লক্ষ কোটি টাকা। যাত্রী নিরাপত্তায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের।
এবারের বাজেটে বিরাট চমক দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে মধ্যবিত্তদের জন্য বিরাট স্বস্তি দিয়ে আয়কর ছাড়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ১২ লক্ষ টাকা আয়ে লাগবে না কোন কর, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৫২ লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি ১৭,৫০০টি জেনারেল কোচ এবং ১০০টি অমৃত ভারত ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে এবারের বাজেটে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেল ও যাত্রী সাধারণের আরো উন্নতির লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর জন্য ২.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১৭,৫০০টি জেনারেল কোচ, ২০০টি বন্দে ভারত এবং ১০০টি অমৃত ভারত ট্রেন নির্মাণের মতো প্রকল্প অনুমোদিত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাজেটে ৪.৬ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পগুলি চার থেকে পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে। এর পাশাপাশি ১০০টি অমৃত ভারত ট্রেন তৈরি করা হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০টি অমৃত ভারত, ৫০টি নমো ভারত এবং ২০০টি বন্দে ভারত (স্লিপার এবং চেয়ার কার) ট্রেন তৈরি করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী ।
বৈষ্ণব বলেন, সাধারণ কোচ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ৩১ মার্চের মধ্যে ১,৪০০টি কোচ তৈরি করা হবে। আমাদের লক্ষ্য ২০২৫-২৬ অর্থবর্ষে ২০০০ সাধারণ কোচ তৈরি করা। এছাড়াও, ১,০০০টি নতুন ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, ৩১শে মার্চের মধ্যে রেল আরেকটি বড় অর্জন অর্জন করতে চলেছে, তা হল পণ্য পরিবহন ক্ষমতা। তিনি আরও বলেন, আমরা ৩১ মার্চের মধ্যে ১.৬ বিলিয়ন টন পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন করব এবং যার মাধ্যমে চিনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পণ্যবাহী রেল নেটওয়ার্কে পরিণত হবে ভারত।
রেল পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তায় বিনিয়োগের উপর সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে বৈষ্ণব বলেন, এর জন্য বরাদ্দ ১.০৮ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ১.১৪ লক্ষ কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবর্ষে তা বাড়িয়ে ১.১৬ লক্ষ কোটি টাকা করা হবে।
এবার বাজেটে বিলাসবহুল ট্রেনের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের উপরও জোর দেওয়া হয়েছে। মেইল এবং এক্সপ্রেস ট্রেনগুলিতে সাধারণ এবং স্লিপার কোচের সংখ্যা বাড়ানো হবে। রেল মন্ত্রকের মতে, রেলের প্রথম অগ্রাধিকার হল যাত্রী নিরাপত্তা। সাধারণ জনগণের সুবিধার্থে মেইল ও এক্সপ্রেস ট্রেনে সাধারণ ও স্লিপার ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এর আওতায়, অমৃত ভারত ট্রেনগুলিতে ১০,০০০ কোচ তৈরি করা হচ্ছে। এই ট্রেনে জেনারেল এবং স্লিপার কোচ রয়েছে।