Income Tax Budget 2025: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনও কর, বাজেটে মধ্যবিত্তদের জন্য বিরাট স্বস্তির খবর

Income Tax Budget 2025 Announcements: মধ্যবিত্তদের জন্য স্বস্তির বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। আয় করে বিরাট ছাড় ঘোষণা বাজেটে।

Income Tax Budget 2025 Announcements: মধ্যবিত্তদের জন্য স্বস্তির বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। আয় করে বিরাট ছাড় ঘোষণা বাজেটে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Nirmala Sitharaman

Nirmala Sitharaman: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Income Tax Budget 2025 Announcements Highlights: মধ্যবিত্তদের জন্য বিরাট আয় কর ছাড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হবে না। শনিবার বাজেট পেশ করে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Advertisment

শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, যাদের বার্ষিক আয় বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণও বাড়ানো হয়েছে। ৫০ হাজার থেকে সেটা বেড়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী, শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নেই। চার থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫% আয় কর। ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর। ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ কর। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ কর। ২৪ লক্ষ টাকার ওপরে আয়ে ৩০ শতাংশ আয় কর দিতে হবে।

Advertisment

আরও পড়ুন- Budget 2025 Highlights in Bengali: দেশের সব জেলায় ক্যান্সার সেন্টার, বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা

এদিন বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, নতুন আয়কর আইন আগামী সপ্তাহে আনবে কেন্দ্র। আরও সরলীকরণ হবে কর কাঠামোর।

Income Tax Nirmala Sitharaman Budget Union Budget 2025-26