ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত ৮২ জন, তবে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। রবিবারেই ভূমিকম্পের সতর্কতা জারি করে ইন্দোনেশিয়া। কম্পন অনুভূত হয় প্রতিবেশী দ্বীপ বালিতেও। ভূমিকম্পে চরম আতঙ্ক ছড়ায় পর্যটক ও স্থানীয় মানুষদের মধ্যে। লোম্বোকে বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে লোম্বোক দ্বীপের উত্তর উপকূলের থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল এদিনের ভূকম্পনের উৎস।
আরও পড়ুন: সুনামি সতর্কতা ইন্দোনেশিয়ায়
জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে "মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১০০ জন। ইতিমধ্যেই প্রায় হাজারটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।" উত্তর লোম্বোক জেলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৫, পশ্চিম লোম্বোকে ৯, মাতারামে মৃত্য়ু হয়েছে ৪ জনের এবং মধ্য লোম্বোক এবং পূর্ব লোম্বোকেও মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এদিনের একাধিক ভয়াবহ ভিডিও, যেগুলিতে দেখা গিয়েছে এলোপাথাড়ি ছুটছেন মানুষজন, উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, এখনও বহু পর্যটক আটকে রয়েছেন সেখানে।
এক সপ্তাহ আগে এই অঞ্চলে ৬.৪ কম্পনমাত্রার ভূকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এর পরেই দ্বীপ ছাড়তে শুরু করেন বহু মানুষ। প্রতিবেশী বালি দ্বীপেও অনুভূত হয়েছিল এই কম্পন। মূলত আগ্নেয়গিরি দর্শনের জন্য বহু অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটক এখানে ভিড় জমান।