Advertisment

বুলন্দশহরকাণ্ডে গোহত্যার ঘটনাই এখন মাথাব্যথা পুলিশের

বুলন্দশহরকাণ্ডে এই মুহূর্তে পুলিশের প্রধান মাথাব্যথা গো হত্যার তদন্ত নিয়ে। গো হত্যার তদন্ত করলেই পুলিশ আধিকারিক হত্যার তদন্তের নিষ্পত্তি করা যাবে বলেই মনে করছে পুলিশ মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
cow, গোরু

গো হত্যার তদন্ত করলেই পুলিশ আধিকারিক হত্যার তদন্তের নিষ্পত্তি করা যাবে বলেই মনে করছে পুলিশ মহল। প্রতীকী ছবি।

গোহত্যা করল কারা? এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায়। ক’দিন আগে গো হত্যার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের বুলন্দশহর। সংঘর্ষের জেরে নিহত হন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং-সহ ২ জন। এ ঘটনার তদন্তে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই মুহূর্তে পুলিশের প্রধান মাথাব্যথা গো হত্যার তদন্ত নিয়ে। গো হত্যার তদন্ত করলেই পুলিশ আধিকারিক হত্যার তদন্তের নিষ্পত্তি করা যাবে বলেই মনে করছে পুলিশ মহল।

Advertisment

এ প্রসঙ্গে বুলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার রইস আখতার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘গোরুগুলো কারা মারল, তাদের চিহ্নিত করাই এখন প্রধান লক্ষ্য। তার কারণ, গো হত্যার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার জেরে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংয়ের মৃত্যু হয়েছে। তাই আমরা মনে করছি যে, গো হত্যার তদন্ত শেষ করা গেলে, কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যাবে। গো হত্যাকারীদের খুঁজে বের করা এখন আমাদের প্রধান কাজ।’’

আরও পড়ুন, বুলন্দশহর কাণ্ডের ৯ অভিযুক্তের নাম পরিচয়

উল্লেখ্য, এ ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ইন্সপেক্টরকে খুনের অভিযোগে ধৃত চমন, দেবেন্দ্র, আশিস চৌহান, সতীশ। তবে এ ঘটনার মূল অভিযুক্ত বজরং দলের কর্মী যোগেশরাজ সিং এখনও পলাতক। এদিকে, নিজেকে নির্দোষ বলে দাবি করে সোশাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছে যোগেশরাজ। অন্যদিকে, গোহত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল সরফুদ্দিন, সাজিদ, আসিফ ও নানহে।

পুলিশ আধিকারিক খুনে আরেক অভিযুক্ত শিখর আগরওয়াল একটি ভিডিওতে দাবি করেছে যে, ইন্সপেক্টর তাকে হুমকি দিয়েছিলেন। শিখর আরও বলেছে যে, যদি সে দোষী হয়, তবে তাঁর ফাঁসি হবে, না হলে ছাড়া পাবে। তবে শিখরের দাবি কার্যত উড়িয়ে বুলন্দশহরের পুলিশ সুপার প্রবীণ রঞ্জন সিং বলেছেন যে, সব অভিযুক্তই নিজেদের বাঁচাতে এমন কথা বলবে।

অন্যদিকে, গো হত্যার তদন্ত প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেছিলেন, ‘‘যদিও কোনও দলের নাম নিচ্ছি না। তবে এটা স্পষ্ট যে, সুবোধ কুমার সিংয়ের হত্যায় অভিযুক্তরা গো রক্ষকের কাজে সক্রিয় ছিলেন। ওদের গ্রেফতার করলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’’

Read the full story in English

Bulandshahr national news
Advertisment