বুলন্দশহরকাণ্ডে এবার পুলিশি জালে ভারতীয় যুব মোর্চা সদস্য

বুলন্দশহরে ইন্সপেক্টর খুনে এবার গ্রেফতার করা হল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য শিখর আগরওয়ালকে।

বুলন্দশহরে ইন্সপেক্টর খুনে এবার গ্রেফতার করা হল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য শিখর আগরওয়ালকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bulandshahr, বুলন্দশহর

হাপুর জেলার সংলগ্ন এলাকা থেকে শিখরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ছবি: টুইটার।

বুলন্দশহরকাণ্ডে বছরের শুরুতেই পুলিশি জালে ধরা পড়েছিল মূল অভিযুক্ত। তার ক’দিন বাদেই আরও এক অন্যতম অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। বুলন্দশহরে ইন্সপেক্টর খুনে এবার গ্রেফতার করা হল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য শিখর আগরওয়ালকে। গত ৩ জানুয়ারি এ ঘটনার মূল অভিযুক্ত বজরং দলের কর্মী যোগেশ রাজকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisment

হাপুর জেলার সংলগ্ন এলাকা থেকে শিখরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুলন্দশহর সিটি পুলিশের অতিরিক্ত সুপার অতুল কুমার শ্রীবাস্তব এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘এদিন সকালে শিখর আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। আমরা ওকে জেরা করছি। আজই ধৃতকে আদালতে পেশ করা হবে।’’ গো হত্যার প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে বুলন্দশহর। ঘটনাস্থলে গিয়ে জনরোষের শিকার হন ইন্সপেক্টর সুবোধ কুমার সিং। গত ৩ ডিসেম্বর সিয়ানার স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং ও স্থানীয় এক যুবক সুমিত কুমারকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।

Advertisment

আরও পড়ুন, বুলন্দশহর হিংসার ঘটনায় গ্রেফতার আরও এক

এ ঘটনার প্রথম থেকেই নাম জড়িয়েছিল বজরং দলের। গত ৩ জানুয়ারি ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত বজরং দলের কর্মী যোগেশ রাজকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সেনা জওয়ান জিতেন্দর মালিক। পাশাপাশি এ ঘটনায় দিল্লির এক ট্যাক্সিচালককেও গ্রেফতার করেছে পুলিশ।

Read the full story in English

national news Bulandshahr