কর্নাটক বিধানসভায় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী যখন কবিতাটি পাঠ করছেন তখন কোপ্পালের আদালতে দাঁড়িয়ে সাংবাদিক-কবি সিরাজ বিশারাল্লি (৪৩) নিজের জামিনের আবেদন শুনছেন। তিনি যখন শুনলেন তাঁরই কবিতায় মুখর হচ্ছে বিধানসভা, তা শুনে উচ্ছ্বসিত কবি-সাংবাদিক বলেন, "বিচারক আমাদের জামিন মঞ্জুর করার পর আমি শুনলাম ঘটনাটি। আমিও খুশি উনি কবিতাটি ওখানে পাঠ করেছেন বলে।
ভারতীয় দন্ডবিধির ৫০৪ এবং ৫০৫ (২) এর অধীনে মঙ্গলবার বিশারাল্লিকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয় একটি ওয়েবসাইটের সম্পাদক কন্নাডানেট ডট কম রাজাবক্সীকে এইচ ভি-কেও গ্রেফতার করে পুলিশ। অপরাধ ছিল বিশারাল্লির কবিতা তার চ্যানেলে সম্প্রচার করেছিলেন। যদিও একদিন পুলিশি হেফাজতে থাকার পর বুধবার এই দু'জনকেই জামিন দেয় আদালত।
আরও পড়ুন: সিএএ বিরোধী কবিতা লিখে পুলিশের জালে কবি-সম্পাদক
উল্লেখ্য, মঙ্গলবার জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন কবি বিশারাল্লি ও সম্পাদক রাজাবক্সি। তবে তাঁদের আর্জি খারিজ হয়ে যায়। এরপরই গ্রেফতার করা হয় দু’জনকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তারা। গঙ্গাবতীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে কবি ও সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত চলছে।’
আরও পড়ুন: নাগরিকত্বের জন্য ভোটার আইডি কার্ডই যথেষ্ট, জানাল মুম্বই আদালত
কোপ্পাল জেলার ভাগ্যানগরের বাসিন্দা বিশারাল্লি বলেন, "বিজেপি কর্মীরা বলেছেন যে কবিতাটি প্রধানমন্ত্রীকে অপমান করেছে। তবে আমি কোনও ব্যক্তির, দল বা সংগঠনের নাম রাখিনি আমার কবিতায়"। তিনি কবিতাটি পাঠ করার পরই এলাকার বিজেপি কর্মীরা পুলিশকে একটি স্মারকলিপি জমা দেন। সেখানে উল্লেখ করা হয় যে বিশারিল্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছেন বলে অভিযোগ করে সংস্কৃতি উৎসবের আয়োজনকারী জেলা প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন