New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/surrogacy.jpg)
গর্ভ ব্যবসা রুখতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হল সারোগাসি (রেগুলেশন) বিল। এই বিল পাশ হলে শুধুমাত্র নীতিসম্মত ক্ষেত্রেই গর্ভ ভাড়া বৈধ হবে।
Advertisment
ষোড়শ লোকসভায় বিলটি পাশ হলেও সভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটি গুরুত্বহীন হয়ে পড়ে। বিলের প্রস্তাব অনুযায়ী গর্ভ ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে। জাতীয় স্তরে ন্যাশনাল সারোগাসি বোর্ড এবং রাজ্যস্তরে রাজ্য সারোগাসি বোর্ড গঠন করতে হবে।
চলতি অর্থ বর্ষে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭ শতাংশ
Advertisment
এই বঞ্চনার কাহিনীতেই ইতি টানতে অনুমোদিত হল গর্ভদান (নিয়ন্ত্রণ) বিল। এক সরকারি আধিকারিক জানালেন, "ব্যাবসায়িক গর্ভদান নিষিদ্ধ করতে চলেছে এই বিল। কিন্তু সন্তানধারণে অক্ষম দম্পতির ক্ষেত্রে তা বৈধ গ্রাহ্য হবে"।
Read the full story in English