Advertisment

ট্রুডোর কৃষক-মন্তব্য়ে কানাডার হাইকমিশনারকে তলব নয়া দিল্লির

ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে কানাডার তরফে যদি এমন পদক্ষেপ চলতে থাকে, তাহলে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে, এমন বার্তাই দেওয়া হয়েছে নয়া দিল্লির তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
farmers protest, কৃষক

কৃষক বিক্ষোভ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কৃষক বিদ্রোহ ইস্য়ুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য়ে এবার পদক্ষেপের পথে হাঁটল নয়া দিল্লি। শুক্রবার কানাডার হাইকমিশনারকে তলব করে ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে কানাডার তরফে যদি এমন পদক্ষেপ চলতে থাকে, তাহলে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে, এমন বার্তাই দেওয়া হয়েছে নয়া দিল্লির তরফে।

Advertisment

এ প্রসঙ্গে এদিন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আজ কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। ভারতীয় কৃষকদের নিয়ে কানাডার প্রধানমন্ত্রী, কয়েকজন ক্য়াবিনেট মন্ত্রী, পার্লামেন্টের কয়েকজন সদস্য় যেভাবে মন্তব্য় করেছেন, তা আমাদের অভ্য়ন্তরীণ বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ। এ ধরনের পদক্ষেপ যদি চলতে থাকে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষতি হবে’’।

আরও পড়ুন: ‘পরিস্থিতি উদ্বেগজনক’, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে সরব কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

উল্লেখ্য়, তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষকদের বিক্ষোভ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘‘কৃষক বিক্ষোভ নিয়ে ভারত থেকে যা খবর আসছে তা উপেক্ষা করতে পারব না। পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সকলেই আমাদের বন্ধু, পরিবারকে নিয়ে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের পাশে সবসময় থাকবে কানাডা...’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment