Advertisment

সোশাল মিডিয়ার সব ছবির ওপর নজরদারির নোটিস জারি সিবিআই-এর

মাইক্রোসফট জানাচ্ছে, শুধুমাত্র শিশু নিগ্রহের ছবি ছাড়া অন্যান্য ছবির ক্ষেত্রে এই সফটওয়ার ব্যবহারের অনুমতি নেই। সব ছবির ক্ষেত্রে 'ফটোডিএনএ' সফটওয়ার ব্যবহার করা মানে সোশাল মিডিয়ার স্বাধীনতা খর্ব করার সমান। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Reels এর সময়সীমা বাড়ালো ইন্সটাগ্রাম

সোশাল মিডিয়ায় অপরাধমূলক কার্যকলাপের তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফটো ডিএনএ সফটওয়ার ব্যবহারের নির্দেশ দিল সিবিআই। মাইক্রোসফটের 'ফটো ডিএনএ' সফটওয়ার এতদিন পর্যন্ত শুধু এবং শুধুমাত্র শিশু নিগ্রহের ছবি শনাক্ত করতেই ব্যবহার করা হত।

Advertisment

ডিসেম্বর মাসেই সিবিআই-এর তরফে দেশের সমস্ত সোশাল মিডিয়াকে অপরাধ আইনের ৯১ নম্বর ধারায় নির্দেশ দেওয়া হয়েছে, সন্দেহজনক ছবির ক্ষেত্রে তদন্তের জন্য যেন মাইক্রোসফটের 'ফটোডিএনএ' সফটওয়ার ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিবিআই-এর নির্দেশ থেকে স্পষ্ট, এখন থেকে সোশাল মিডিয়ার সমস্ত ছবির অপরেই নজরদারি চালাবে কর্তৃপক্ষ। অন্যদিকে মাইক্রোসফট জানাচ্ছে, শুধুমাত্র শিশু নিগ্রহের ছবি ছাড়া অন্যান্য ছবির ক্ষেত্রে এই সফটওয়ার ব্যবহারের অনুমতি নেই। সব ছবির ক্ষেত্রে 'ফটো ডিএনএ' সফটওয়ার ব্যবহার করা মানে সোশাল মিডিয়ার স্বাধীনতা খর্ব করার সমান।

আরও পড়ুন, কম্পিউটারে নজরদারি ছাড়া আইসিস মডিউলের হদিশ জানা যেত না: জেটলি

প্রসঙ্গত, এখন থেকে দেশের দশটি কেন্দ্রীয় সংস্থা দেশের মধ্যে অবস্থিত যে কোনো কম্পিউটারের ওপর নজরদারি করতে পারবে।সম্প্রতি এই মর্মে একটি নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা। এই নির্দেশে বলা হয়েছে, ওই দশটি কেন্দ্রীয় সংস্থা “যে কোনো কম্পিউটারের মাধ্যমে প্রেরিত বা প্রাপ্ত তথ্য, অথবা সেই কম্পিউটারে সেভ করে রাখা যে কোনো ধরনের তথ্যের নাগাল পেতে পারে”।

সোশাল মিডিয়ায় সব ছবির ক্ষেত্রে এই সফটওয়ার ব্যবহার করলে, সাধারণ মানুষ, যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হবে, এমনটাই মত মাইক্রোসফটের। ভারতীয় সংবিধান অনুযায়ী গোপনীয়তার অধিকার নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে এই প্রসঙ্গে সিবিআই মুখপাত্রকে প্রশ্ন করা হলে জবাব মেলেনি।

আরও পড়ুন, বছর শেষে ২০০ টাকার রিচার্জে জিওকে ছুঁয়ে ফেলেছে বাকি টেলিকম সংস্থা

সূত্রের খবর অনুযায়ী, ভারতে মাইক্রোসফটের 'ফটোডিএনএ' সফটওয়ার ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনও নিয়ন্ত্রণ নেই। তাছাড়া, সিবিআই যে নোটিস পাঠিয়েছে, সেখানে সোশাল মিডিয়াগুলোকে 'ফটোডিএনএ' ব্যবহারের অনুরোধ করা হয়েছে মাত্র, এটি বাধ্যতামূলক নয়।

প্রসঙ্গত,  ফটো ডিএনএ এমন এক সফটওয়ার যা, বিভিন্ন ছবি আলাদা করে চিহ্নিত করে রাখে এবং পরে আপলোড হওয়া ছবির সঙ্গে তুলনা করে দেখে। চিহ্নিত ছবি ক্রপ অথবা অন্য কোনো উপায়ে বিকৃত করা হলেও তা ফটো ডিএনএতে ধরা পড়বে।

Read the full story in English

Social Media cbi Facebook
Advertisment