/indian-express-bangla/media/media_files/2024/10/24/ZKxh9jSkO9a8idanS18F.jpg)
সামনে এল শ্রমিক ক্যাম্পে এলোপাথাড়ি হামলার CCTV ফুটেজ
Terrorist attack in Kashmir: জম্মু ও কাশ্মীরে গান্দেরবালে হামলার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দুই জঙ্গিকে শ্রমিকদের ক্যাম্পের ভিতর হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। ক্যাম্পের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে ঘটনার ছবি সামনে এসেছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ বুধবার গান্দেরবাল জেলার শ্রমিক ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় জড়িত দুই ভিনদেশি জঙ্গির ছবি প্রকাশ করেছে। এ হামলায় সাতজন নিহত ও অনেকে আহত হন। গান্দেরবালের গগনগির এলাকায় ক্যাম্পের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এই ছবিগুলি সামনে এসেছে।
পুলিশ এর আগে বলেছিল যে সন্ধ্যায় দুই ভিনদেশি জঙ্গি শ্রমিকদের ক্যাম্পে প্রবেশ করে এবং তাদের উপর নির্বিচারে গুলি চালায়। হামলায় ছয়জন শ্রমিক ও এক স্থানীয় চিকিৎসকসহ সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সংসদীয় কমিটির সামনে হাজিরা এড়ালেন সেবি প্রধান, ভেনুগোপালের বিরুদ্ধে সরব বিজেপি
এদিকে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তদন্তকারী দল ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি জনকে জিজ্ঞাসাবাদ করেছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি এনআইএ দল ইতিমধ্যে ঘটনাস্থলপরিদর্শন করেছে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠনের পরপরই জঙ্গি হামলার নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি।