SEBI Chief: হিন্ডেনবার্গের অভিযোগের পর, বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান মাধবী পুরি বুচ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এদিকে আজ পিএসি-র সামনে হাজির হওয়ার কথা থাকলেও তিনি বৈঠকে যোগ দেন নি।
হিন্ডেনবার্গ মামলায় আজ সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সামনে হাজির হওয়ার কথা থাকলেও সেবি প্রধান মাধবী পুরি বুচের অনুপস্থিতির কারণে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) আজকের (বৃহস্পতিবার) বৈঠক স্থগিত করা হয়েছে।
পিএসি প্রধান কেসি ভেনুগোপাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মাধবী পুরী বুচ চিঠি লিখে তার অনুপস্থিতির কথা জানিয়েছেন সেই কারণে কমিটির আজকের প্রস্তাবিত বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এনডিএ সাংসদরা পিএসি চেয়ারম্যানের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়ে বলেন,কেসি ভেনুগোপালের উদ্দেশ্য দেশের আর্থিক কাঠামোকে ধ্বংস করা।
এই প্রসঙ্গে, কিছু দিন আগে নিশকান্ত দুবে লোকসভার স্পিকারকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন মাধবী বুচকে ডাকার কোনও অধিকার পিএসির নেই।
বৃহস্পতিবার সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) সামনে হাজির হননি সেবি চেয়ারপারসন মাধবী পুরি বুচ। তিনি কমিটির চেয়ারম্যান কেসি ভেনুগোপালকে লেখা এক চিঠজিতে 'গুরুত্বপূর্ণ কাজের' কথা উল্লেখ করে আজ হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন।
সংসদীয় কমিটির প্রধান কেসি ভেনুগোপাল পরামর্শ দেন যে সেবি প্রধানকে উপস্থিত হওয়ার পরবর্তী তারিখ দেওয়া উচিত এবং আজকের বৈঠকটি পরবর্তী সময়ের জন্য স্থগিত করা উচিত। এই পরামর্শের বিরোধিতা করেছেন পিএসি-তে অন্তর্ভুক্ত বিজেপির অন্যান্য সদস্যরা।
একই সময়ে, বিজেপি কমিটির চেয়ারম্যান কেসি ভেনুগোপালের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার এবং সরকারকে বদনাম করার জন্য ভিত্তিহীন বিষয় উত্থাপন করার অভিযোগ করেছে। আজকের বৈঠকে উপস্থিত এনডিএ সাংসদরা অভিযোগ করেছেন যে ভেনুগোপালের আচরণ অসংসদীয় এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ।