/indian-express-bangla/media/media_files/2025/01/19/fU5L8z8cP1klP5onLmLR.jpg)
নেতানিয়াহুর কঠোর মনোভাব! হামাস-ইজরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে সংশয়ের কাল মেঘ
Israel-Hamas ceasefire: গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে প্রথম দফার যুদ্ধবিরতি আজ ১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে শুরু কথা থাকলেও এর ঠিক কিছু সময় আগে আগে, সামনে এসেছে ইজরায়েলি প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য।
আজ থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার ঠিক আগে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর মনোভাব যুদ্ধবিরতি নিয়ে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে যতক্ষণ না ইজরায়েল মুক্তিপ্রাপ্ত বন্দিদের সম্পূর্ণ তালিকা পাচ্ছে, ততক্ষণ যুদ্ধবিরতির কোনও প্রশ্নই ওঠে না।
টুইটারে এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, "মুক্তিপ্রাপ্ত বন্দীদের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়া পর্যন্ত আমরা যুদ্ধবিরতি চুক্তিতে এক পা'ও এগোবো না।" ইজরায়েল এই চুক্তির কোনও অংশের লঙ্ঘন মেনে নেবে না। চুক্তিটি সম্পূর্ণরূপে মেনে চলা হামাসের দায়িত্ব।
গত ১৫ মাস ধরে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ৭ অক্টোবর ২০২৩-এ , হামাসের এক আকস্মিক হামলায় ১২০০ জনেরও বেশি প্রাণ হারানোর পর ইজরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইজরায়েলি হামলায় গাজায় ৪৬,০০০ বেশি মানুষ নিহত হয়েছে।
ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি ফের ভেস্তে যেতে চলেছে? নেতানিয়াহু আবারও হামাসকে সতর্ক করে বলেছেন যে বন্দীদের তালিকা হস্তান্তর না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না। যুদ্ধবিরতির মাত্র এক ঘন্টা আগে ইজরায়েলি প্রধানমন্ত্রীর এই বিবৃতি নিসন্দেহেই ইঙ্গিতপূর্ণ।