/indian-express-bangla/media/media_files/2024/12/30/zFhf8sW84nCoDuXLoWds.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
West Bengal News Highlights Today 19 Jan, 2025: সোমবার সন্ধ্যায় মালদায় পা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই পুরাতন মালদা পুরসভার মহানন্দা ভবন এলাকার মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে। সর্বত্রই বসানো হয়েছে সিসি ক্যামেরা। আশেপাশের ফুটপাথ জবরদখল মুক্ত করেছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। রীতিমতো ঝাঁ চকচকে রাস্তা জুড়ে বসানো হয়েছে উজ্জ্বল আলোকস্তম্ভ। রবিবার সকাল থেকেই বিশেষ নিরাপত্তা বাহিনী দখল নিয়েছে পুরাতন মালদা পুরসভার মহানন্দা ভবনটি। সোমবার রাতে এই মহানন্দা ভবনেই উঠবেন মুখ্যমন্ত্রী। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সভা করবেন তিনি।
মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ১৭ দিনের মাথায় আরও এক অভিযুক্ত গ্রেফতার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আসরার। ২২ বছরের ওই যুবকের বাড়ি বিহারের পূর্ণিয়ার বাইসি থানা এলাকায়। বিহারের শার্প শুটার আসরার বাবলাকে যে চারজন গুলি করেন, তাদের মধ্যে একদন।
মাসখানেক ধরে হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের জেরে যাত্রী দুর্ভোগ চরমে। এর মাঝেই রবিবার ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে বছরের প্রথমেই ছুটির দিনের বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা। রবিবার ১৯ জানুয়ারি তারকেশ্বর থেকে ৩৭৩৩৪ ট্রেনটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩৭৩২৩ হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ৩৭৭ ৪৯ ব্যাণ্ডেল-কাটোয়া লোকাল ১২টা ১৫ মিনিটের বদলে ব্যান্ডেল থেকে ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। একই সঙ্গে ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল দুপুর ১টা ১০ বদলে ১টা ২০ মিনিটে ছাড়বে। বেনারস রোড ওভারব্রিজে তৈরির জন্য ২১ ডিসেম্বর থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের জন্য হাওড়া শাখায় ৬০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চরমে। বাঙ্কারের পর এবার বাঁধ নির্মাণ। ত্রিপুরা সীমান্তে রাতের অন্ধকারে তিন কিলোমিটার বাঁধ তৈরির অভিযোগ ইউনূস সরকারের বিরুদ্ধে। বাঁধ তৈরির মাধ্যমে সীমান্তে এপারে নজর রাখার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ? সীমান্তে সতর্ক রয়েছে বিএসএফও। এদিকে ওপারে বাঁধ নির্মাণ হলে বন্যায় ভাসবে কৈলাশহর এমনটাই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমেই সাজা ঘোষণা
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর জেরে এবার সাসপেন্ড হলেও আরও এক চিকিৎসক। এর প্রতিবাদে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। শাস্তি প্রত্যাহার করা হোক, এই মর্মে অধ্যক্ষকে চিঠি দিলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। দিনভর ঘেরাও অধ্যক্ষ, সুপার সহ আধিকারিকরা। জুনিয়র ডাক্তারদের দাবি অধ্যক্ষদের মতামত সম্বলিত তাদের চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতর।
আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সজয় রায়। সাজা ঘোষণা আগামী সোমবার। এদিকে আরজি কর কাণ্ডে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন ধৃত সঞ্জয়। রায় প্রসঙ্গে কলকাতা পুলিশের ভূমিকার প্রশংসা করে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, "ধর্ষণ-হত্যা মামলায় কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই আজ দোষী সাব্যস্ত। কলকাতা পুলিশের তদন্তের অভিমুখ ঠিক ছিল তা ফের একবার প্রমাণিত হল। আজকের রায় প্রমাণ করল কলকাতা পুলিশ ঠিক, মুখ্যমন্ত্রী বলেছিলেন মৃত্যুদণ্ডে হবে"।
বর্ডার টপকে বেপরোয়া লুঠ, BSF-এর উপর হামলা, বাংলাদেশিদের বাঁশপেটা করে তাড়াল ভারতীয়রা
-
Jan 19, 2025 18:30 IST
West Bengal News live: মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তার চাদরে পুরাতন মালদা
সোমবার সন্ধ্যায় মালদায় পা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই পুরাতন মালদা পুরসভার মহানন্দা ভবন এলাকার মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে। সর্বত্রই বসানো হয়েছে সিসি ক্যামেরা। আশেপাশের ফুটপাথ জবরদখল মুক্ত করেছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। রীতিমতো ঝাঁ চকচকে রাস্তা জুড়ে বসানো হয়েছে উজ্জ্বল আলোকস্তম্ভ। রবিবার সকাল থেকেই বিশেষ নিরাপত্তা বাহিনী দখল নিয়েছে পুরাতন মালদা পুরসভার মহানন্দা ভবনটি। সোমবার রাতে এই মহানন্দা ভবনেই উঠবেন মুখ্যমন্ত্রী। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সভা করবেন তিনি।
-
Jan 19, 2025 18:20 IST
West Bengal News live: মহা কুম্ভে ১৮টি তাঁবু পুড়ে ছাই, ১৫টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
কুম্ভ মেলার চিফ ফায়ার অফিসার প্রমোদ শর্মা বলেন, "আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" তিনি বলেন, অগ্নিকাণ্ডে ১৮টি তাঁবু পুড়েছে এবং আগুন নিয়ন্ত্রণে ১৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে।
-
Jan 19, 2025 17:09 IST
West Bengal News live: প্রয়াগরাজের মহাকুম্ভে বিধ্বংসী আগুন, জ্বলল একের পর এক তাঁবু
প্রয়াগরাজের মহাকুম্ভে বিধ্বংসী আগুন। কুম্ভমেলার একটি তাঁবুতে রবিবার দুপুরে আগুন লাগে। নিমেষে বড় আকার নেয় সেই আগুন। আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের আরও কিছু তাঁবু। তাঁবুর ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মনে করা হচ্ছে, তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
-
Jan 19, 2025 16:19 IST
West Bengal News live: প্রতিবেশির অস্ত্রের কোপে মৃত্যু মহিলার, বাঁচাতে গিয়ে জখম মেয়ে, উত্তেজনা বেলডাঙায়
প্রতিবেশী যুবকের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু এক মহিলার। গুরুতর জখম তাঁর মেয়ে। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের বেলডাঙায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
-
Jan 19, 2025 15:57 IST
West Bengal News live: শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড়, বেলদায় হাতির হানায় মৃত্যু বৃদ্ধের
লোকালয়ে আচমকা হাতির দলের হানা। হাতির দলের সামনে পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি। শুঁড়ে পেঁচিয়ে বৃদ্ধকে আছাড় মারে হাতি। মৃত্যু হল বেলদার রামু মুর্মু নামে ওই বৃদ্ধের। হাতির হানায় আতঙ্কে গ্রামবাসী।
-
Jan 19, 2025 14:58 IST
West Bengal News live: বাঘাযতীন কাণ্ডের ছায়া রানাঘাটে, ভেঙে পড়ল ক্লাবের একাংশ, গুরুতর আহত ৫
রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ। নির্মাণ কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্লাবের একাংশ। গুরুতর জখম ৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন।
-
Jan 19, 2025 14:51 IST
West Bengal News live: বাবলা খুনে পুলিশের জালে বিহারের শুটার মহম্মদ আসরার
মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ১৭ দিনের মাথায় আরও এক অভিযুক্ত গ্রেফতার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আসরার। ২২ বছরের ওই যুবকের বাড়ি বিহারের পূর্ণিয়ার বাইসি থানা এলাকায়। বিহারের শার্প শুটার আসরার বাবলাকে যে চারজন গুলি করেন, তাদের মধ্যে একদন।
-
Jan 19, 2025 14:02 IST
West Bengal News live: পুরুলিয়ায় বাঘের আতঙ্ক
পুরুলিয়ায় এবার বাঘের আতঙ্ক! বান্দোয়ান থেকে মানবাজার, জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল। গতকাল বান্দোয়ানে বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। বাঘের পায়ের ছাপ দেখে রুট ম্যাপ তৈরি করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘবন্দী করতে ফাঁদ পাতা হয়েছে বনদফতরের তরফে। ৪০ টির বেশি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে লাল সতর্কতা।
-
Jan 19, 2025 11:22 IST
West Bengal News live: গোয়ালপোখর কাণ্ডে গ্রেফতার সাজ্জাক ঘনিষ্ঠ শেখ হজরত
গোয়ালপোখর কাণ্ডে গ্রেফতার সাজ্জাক ঘনিষ্ঠ শেখ হজরত । কীভাবে অস্ত্র বিচারাধীন বন্দীর হাতে? সাসপেণ্ড চার পুলিশকর্মী। সাজ্জাকের আরেক সঙ্গীর খোঁজে চলছে জোর তল্লাশি। সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, যে দুষ্কৃতীরা যদি পুলিশকে লক্ষ্য করে একটি গুলি চালায়, তাহলে পুলিশ চারটি গুলি চালাবে। এরপর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজীব কুমার এবং উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন। তারপরই পুলিশ সরাসরি অ্যাকশনে নামে। দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় রাজ্য পুলিশ। তদন্তে উঠে এসেছে যে আব্দুল হুসেন নামের একজন বাংলাদেশি সাজ্জাককে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। সাজ্জাক খতম। এবার আব্দুলের খোঁজে তল্লাশি চালাতে শুরু করেছে পুলিশ। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলেই আশাবাদী পুলিশের শীর্ষ কর্তাব্যাক্তিরা।
-
Jan 19, 2025 10:41 IST
West Bengal News live: বেপরোয়া গতির বলি এক
রাতে বেপরোয়া ট্রাকের বলি এক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের সরল দীঘিতে। খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ পৌঁছালে এলাকায় উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রাতে নজরদারির অভাবেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘাতক গাড়িটি তে ভাঙচুর চালায় উত্তেজিত বাসিন্দারা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত হলেই বেপরোয়া গাড়ির দাপট বাড়ে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় চালক ও খালাসি আটক।
-
Jan 19, 2025 10:34 IST
West Bengal News live: মেদিনীপুর মেডিকেলে তুলকালাম
প্রসূতি মৃত্যু কাণ্ডে ৭ জুনিয়র ডাক্তার সহ সাসপেন্ড ১৩ জন চিকিৎসক। এরই প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ চিকিৎসকদের। অধ্যক্ষের অফিসের সামনে গতকাল রাত থেকে অবস্থানে বসেন চিকিৎসরা। যদিও এখনই কর্মবিরতির পথে হাঁটবেন না বলেও জানিয়েছেন অবস্থানরত চিকিৎসকরা।
-
Jan 19, 2025 09:53 IST
West Bengal News live: শিয়ালদা স্টেশন থেকে পাকড়াও তিন রোহিঙ্গা
শিয়ালদা স্টেশন থেকে পাকড়াও তিন রোহিঙ্গা। তার মধ্যে দুই নাবালিকা। পুলিশ সূত্রে খবর তাদের কাছে কোন বৈধ কাগজ ছিল না। ধৃতদের একজন আব্দুল রহমান। তিনি মানবপাচারের সিদ্ধহস্ত। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করার দায়িত্ব ছিল তার কাঁধেই।
-
Jan 19, 2025 09:40 IST
West Bengal News live: বন্দি পালানোর ঘটনায় চার পুলিশকর্মী সাসপেণ্ড
কীভাবে অস্ত্র বিচারাধীন বন্দীর হাতে? সাসপেণ্ড চার পুলিশকর্মী। সাজ্জাকের সঙ্গীর খোঁজে চলছে জোর তল্লাশি। সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, যে দুষ্কৃতীরা যদি পুলিশকে লক্ষ্য করে একটি গুলি চালায়, তাহলে পুলিশ চারটি গুলি চালাবে। এরপর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজীব কুমার এবং উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন। তারপরই পুলিশ সরাসরি অ্যাকশনে নামে। দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় রাজ্য পুলিশ। তদন্তে উঠে এসেছে যে আব্দুল হুসেন নামের একজন বাংলাদেশি সাজ্জাককে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। সাজ্জাক খতম। এবার আব্দুলের খোঁজে তল্লাশি চালাতে শুরু করেছে পুলিশ। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলেই আশাবাদী পুলিশের শীর্ষ কর্তাব্যাক্তিরা।
-
Jan 19, 2025 09:13 IST
West Bengal News live: ব্রিগেডের সমাবেশ থেকে ২৬-এর নির্বাচনের অক্সিজেন পেতে মরিয়া বাম শিবির
২৬- এর বিধানসভা নির্বাচনে শুন্যের গেরো কাটাতে নতুন বছরে ফের ব্রিগেডে সমাবেশের পথে হাঁটল সিপিএম নেতৃত্ব। দলীয় নেতা কর্মীদের অক্সিজেন দিতে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা ছিলই। অবশেষে তার দিনক্ষণ ঘোষণা করে দিন আলিমুদ্দিন স্ট্রিট। আগামী ২০ এপ্রিল দলের চার শ্রমিক সংগঠনের ডাকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে বামফ্রন্ট। দেশজুড়ে তীব্র বেকারত্বের সমস্যা, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ন্যুনতম মজুরি হ্রাস, একাধিক সংস্থা বেসরকারিকরণ, কেন্দ্রের জনবিরোধী নীতি কৃষকদের ন্যূনতম ফসলের দাম না পাওয়া, সহ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্যকে নিশানা করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টায় মরিয়া লাল শিবির।
-
Jan 19, 2025 08:55 IST
West Bengal News live: সইফ আলি খানের উপর হামলা কাণ্ডে বাংলাদেশি যোগ
চুরি নাকি খুন, সাইফ আলি খানের বাড়িতে কী উদ্দেশ্যে প্রবেশ? সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর দাবি মুম্বই পুলিশের। বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর আক্রমণের ঘটনায় মুম্বই পুলিশের হাতে ধরা পড়েছে মূল অভিযুক্ত। মুম্বাই পুলিশ বান্দ্রার হিরানন্দানি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মুম্বই পুলিশ তাদের সংবাদ সম্মেলনে জানিয়েছে যে অভিযুক্তের মূল নাম মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ, বয়স ৩০ বছর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছে কোনও ভারতীয় নথি ছিল না এবং তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্ত মাত্র ৫-৬ মাস আগে মুম্বই এসেছিলেন তিনি একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। জানা গিয়েছে সইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে সে প্রবেশ করে