/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/cats-55.jpg)
চণ্ডীগড়ের এয়ারফোর্স স্টেশনে মহা সমারোহে পালিত হচ্ছে ৯০ তম ভারতীয় বায়ুসেনা দিবস।
চণ্ডীগড়ের এয়ারফোর্স স্টেশনে মহা সমারোহে পালিত হচ্ছে ৯০ তম ভারতীয় বায়ুসেনা দিবস। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাশাপাশি এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে উপস্থিত রয়েছেন অন্য দুই বাহিনীর প্রধান-সহ একাধিক সেনা আধিকারিকরা।
চণ্ডীগড় এয়ারফোর্স স্টেশনে মূল অনুষ্ঠান মঞ্চ বক্তব্য রাখতে গিয়ে প্রথমে বায়ুসেনার অতীত গৌরবের বিষয়টি তুলে ধরেন চিফ এয়ার মার্শাল (IAF chief)। এপ্রসঙ্গে বলেন, "আমাদের পূর্বসরীদের কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি আমরা। আজ আমাদের সেই সমস্ত পূর্বসূরীদের কথা অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে যাঁরা এই মহান বাহিনীকে তৈরি করেছিলেন। এখন আমাদের কর্তব্য হল সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে ভারতীয় বায়ুসেনাকে গৌরবময় ১০০ বছরে পদার্পণ করানো।"
We've inherited the proud legacy curated by sheer hard work, perseverance & vision of our predecessors. Right to acknowledge the contribution of our veterans who chartered this course. Now the onus is on us to usher IAF into the centenary decade: IAF chief, on #IndianAirForceDaypic.twitter.com/slRrp2m32m
— ANI (@ANI) October 8, 2022
তিনি আরও বলেন, “প্রত্যেক অগ্নিবীর যাতে ভারতীয় বিমান বাহিনীতে ক্যারিয়ার শুরু করার জন্য সঠিক দক্ষতা এবং জ্ঞান অর্জন করে তা নিশ্চিত করতে আমরা আমাদের অপারেশনাল ট্রেনিং পদ্ধতি পরিবর্তন করেছি”।
আরও পড়ুন: < গুজরাট নির্বাচনকেই পাখির চোখ করতে চাইছে আপ, ২ দিনের সফরে রাজ্যে কেজরিওয়াল >
#WATCH | Indian Air Force chief Air Chief Marshal VR Chaudhari today announced the creation of the new weapon systems branch to handle all types of latest weapon systems in the force which would also result in a saving of Rs 3400 cr. Watch the details of the branch.
(Video: IAF) pic.twitter.com/VYS9yc26I5— ANI (@ANI) October 8, 2022
বায়ুসেনা প্রধান বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরে আমরা প্রশিক্ষণের মাধ্যমে ৩,০০০ অগ্নিবীরকে বায়ুসেনায় নিয়োগ করব’। তিনি বলেন, ‘আগামী বছরগুলিতে এই সংখ্যা আরও বাড়বে। আমরা আগামী বছর থেকে মহিলা বায়ু অগ্নিবীরদের বায়ুসেনায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, “এই ঐতিহাসিক অনুষ্ঠানে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি যে সরকার ভারতীয় বিমান বাহিনীর অফিসারদের জন্য একটি অস্ত্র সিস্টেম উইং তৈরির অনুমোদন দিয়েছে”।
#WATCH | 90th-anniversary celebrations of the #IndianAirForce (IAF) underway in Chandigarh. #IndianAirForceDay
(Video Source: IAF) pic.twitter.com/5JD2RIqjqe— ANI (@ANI) October 8, 2022
কেন্দ্রীয় সরকার বায়ুসেনা দিবস উপলক্ষে ভারতীয় বায়ুসেনার জন্য ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এই সংক্রান্ত তথ্য পেশ করে বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী বলেন, “স্বাধীনতার পর প্রথমবারের মতো আইএএফ-এ একটি নতুন অপারেশনাল শাখা তৈরি করা হচ্ছে। এই শাখা তৈরি হলে ফ্লাইট প্রশিক্ষণের খরচ কমিয়ে সরকারকে ৩৪০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করতে সাহায্য করবে৷”