হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের সদর গবেষণাগারে গত মাসে পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন ভ্যাকসিনের প্রস্তুতি। এরপর কয়েকদিন আগে কোভ্যাক্সিনের জরুরি প্রয়োগের জন্য আবেদন জানায় ভারত বায়োটেক। কিন্তু প্রথমে আবেদন খারিজ হয়ে যায় সুরক্ষার খাতিরে। এরপর ফের অতিরিক্ত তথ্য, গবেষণার রিপোর্ট জমা দেয় ভারত বায়োটেক। এরপর এদিন কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয় কেন্দ্র।
আরও পড়ুন নতুন বছরে সুখবর! অক্সফোর্ডের করোনা টিকাকে ছাড়পত্র দিল ভারত
এদিকে, জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই টিকাকরণের নির্দিষ্ট পরিকল্পনা সাজিয় ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর তা খতিয়ে দেখতেই আজ, শনিবার গোটা দেশে করোনাভাইরাসের টিকার ড্রাই রান চলছে। অন্যান্য় রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও টিকাকরণের ড্রাই রানের কাজ হচ্ছে।
রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবককে করোনার টিকার জন্য বেছে নেওয়া হয়েছে। টিকাকরণের কাজ চালাতে গিয়ে কোনও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি না, টিকাকরণের গতি বাড়াতে গেলে আরও কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতেই দেশজুড়ে ড্রাই রানের এই আয়োজন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন