সস্তায় পেঁয়াজ কিনুন ঘরে বসে, দাম মাত্র ৬৯ টাকা প্রতি কেজি!

বাজারে পেঁয়াজারে দাম ১০০ টাকা ছাড়িয়ে ১৫০ টাকার দিকে এগোচ্ছে। অথচ, আপনি চাইলেই ঘরে বসে সেই পেঁয়াজ কিনতে পারেন অনেক সস্তায়।

বাজারে পেঁয়াজারে দাম ১০০ টাকা ছাড়িয়ে ১৫০ টাকার দিকে এগোচ্ছে। অথচ, আপনি চাইলেই ঘরে বসে সেই পেঁয়াজ কিনতে পারেন অনেক সস্তায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পেঁয়াজ কাটার আগেই চোখে জল! দাম শুনেই ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। অগ্নিমূল্য পেঁয়াজ এখন আপেলকেও টেক্কা দিচ্ছে। তবে আপনি যদি সেই ছ্যাঁকা রক্ষা পেতে চান, সেই ব্যবস্থাও আছে। বাজার যখন পেঁয়াজের একশ থেকে দেড়শতে উত্থানের খবরে গরম, ঠিক তখনই স্বস্তির ছায়া দিচ্ছে অনলাইন। হ্যাঁ, বাজারে যা দাম তার থেকে অনেকটাই কম দামে পেঁয়াজ কিনতে হলে অনলাইন শপিং-এর দ্বারস্থ হতেই পারেন আপনি। কারণ, একশ-দেড়শ টাকা কেজি পেঁয়াজের মরুভূমিতে অনলাইনের 'ফ্রেস-তাজা' আপনাকে ৬৯ টাকা প্রতি কেজিতে পেঁয়াজ বিক্রি করতে প্রস্তুত।

Advertisment

ধবার বিগ-বাস্কেটে পেঁয়াজের ১ কেজির (১ বাস্কেট) দাম ৬৯ টাকা। গ্রোফারর্সেও দেখতে পারেন, তবে এদিন তাদের স্টকে নেই বলেই জানানো হয়েছে। অন্যদিকে, ইন্ডিয়ামার্টে পেঁয়াজের কেজি প্রতি দাম যাচ্ছে ৭৫ টাকা। আবার অ্যামাজন ফ্রেস থেকে কিনলে ১৪০ টাকা দাম পড়বে প্রতি কিলোতে।এই সবকটি সংস্থাই কেনা পেঁয়াজ একেবারে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছেও দেবে।

publive-image বিগ বাস্কেটে পেঁয়াজের প্রতি কেজির দাম ৬৯ টাকা

Advertisment

publive-image ইন্ডিয়ামার্টে একটু বেশি, তবে ১০০ নয়

আরও পড়ুন: ১০০ টাকার পেঁয়াজই এখন ‘সস্তা’! শিয়রে আরও বড় খাঁড়া

বুধবার থেকে কলকাতা শহরে পেঁয়াজের দাম ১৫০-এর পথে। বাপ ঠাকুরদার জমানায় পেঁয়াজের এতদাম চোখে দেখেনি শহরবাসী এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বাজারের আনাচে কানাচে। হেঁশেল টানতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। বাজারে গিয়ে মাথায় হাত উঠছে সাধারণের। তবে, আপনি যদি খানিক নিস্তার পেতে চান, তাহলে অনলাইনে লাইন দিতে পারেন।