বৃষ্টিতে বিপর্যস্ত গোটা তামিলনাড়ু। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে তামিলনাডুর বিস্তীর্ণ প্রান্ত জলমগ্ন। ভয়ঙ্কর অবস্থা রাজধানী চেন্নাইয়ে। এবার গোটা রাজ্যে আরও বেশি বৃষ্টির সতর্কতা জারি হল। রাজ্যজুড়ে আগামী তিন দিন লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আবহাওয়া দফতরের জারি করা সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, তামিলনাড়ুর বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আরও বেড়েছে। বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
করোনাকালে এবার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রণ জানিয়েছেন, এখনও পর্যন্ত বৃষ্টির জেরে একাধিক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। টানা বৃষ্টিতে রাজ্যজুড়ে ৫৩৮টি ঝুপড়ি বাড়ি ছাড়াও আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) পর্যন্ত তামিলনাড়ুজুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি আগামী ১১ নভেম্বরের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। তবে এই নিম্নচাপের বৃষ্টিতে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। টানা বৃষ্টির জেরে ভূমিধসের পাশাপাশি বেশ কিছু এলাকায় রাস্তায় ধস নামার আশঙ্কাও প্রবল। নীচু এলাকগুলিতে জল জমে ফসলের ব্যপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- ইসলামাবাদের পর এবার বেজিং, ভারতের ডাকা কাবুল বৈঠক এড়াল চিন
একটানা বৃষ্টিতে জলমগ্ন গোটা চেন্নাই। একাধিক এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, মাদ্রাজ হাইকোর্ট শহরের জলমগ্ন দশার জন্য চেন্নাই কর্পোরেশনকে কাঠগড়ায় তুলেছে। শহরের জমা জল বের করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে পুরসভা, ক্ষোভ প্রকাশ করে এমনই জানিয়েছে হাইকোর্ট। এর আগে ২০১৫ সালে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্পোরেশন কী ব্যবস্থা নিয়েছিল সেব্যাপারে জানতে চেযেছে উচ্চ আদালত। চেন্নাই শহরের জলমগ্ন দশার উন্নতি না হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত কার্যক্রম শুরুর হুঁশিয়ারিও দিয়েছে।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন