Advertisment

রাজনাথের সঙ্গে বৈঠক চান চিনের প্রতিরক্ষামন্ত্রী

নয়া দিল্লি থেকে অবশ্য বেজিংকে সাফ জানান হয়েছে লাদাখের সীমান্ত সংকট সমাধানের জন্য এখন আলোচনাই একমাত্র পথ হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিনা সেনারা লাদাখের দক্ষিণ প্যাংগং অঞ্চল দখল করার পর চৌসলে ভারতীয় সেনারা তাঁদের আধিপত্য দখল করে। গালওয়ান সীমান্ত সমস্যার রেশ কিছুটা কাটতে না কাটতেই ফের প্যাংগংয়ের দক্ষিণ পাড়ে চিনা আগ্রাসন নিয়ে শুরু হয়ে অশান্তির আবহ। নয়া দিল্লি থেকে অবশ্য বেজিংকে সাফ জানান হয়েছে লাদাখের সীমান্ত সংকট সমাধানের জন্য এখন আলোচনাই একমাত্র পথ হতে পারে।

Advertisment

চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গি শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক চেয়েছেন। সূত্রগুলি বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যে দিল্লির তরফে বৈঠকের জন্য সম্মতি দেওয়া হতে পারে। আশা করে হচ্ছে এই বৈঠকের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্পূর্ণভাবে সেনা সরানোর কাজ সংঘটিত হতে পারে।

আরও পড়ুন, হাত মিলিয়েছে চিন-পাকিস্তান, প্রস্তুত রয়েছে ভারত

সূত্র জানিয়েছে, মস্কোয় ভারতীয় ও চিনা দূতাবাসগুলি শুক্রবার বৈঠকের সময়সূচি দেওয়ার জন্য যোগাযোগ করছে।

এদিকে, বৃহস্পতিবার 'দ্য ইন্ডিয়া ওয়ে: স্ট্র্যাটেজিজ ফর আনসার্টেন ওয়ার্ল্ডস' বইয়ের উদবোধনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিতভাবে বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত যে পরিস্থিতির (এলএসিতে) সমাধান খুঁজে পাওয়া যাবে এবং এই কথাটি দায়বদ্ধতার সঙ্গেই বলছি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rajnath singh india china standoff
Advertisment