/indian-express-bangla/media/media_files/2025/01/05/9IXPMSeK1jU0aCHPKOKx.jpg)
'সম্পূর্ণ প্রস্তুত' ভারত, চিনের পরিস্থিতি নিয়ে তথ্য দেওয়ার অনুরোধ WHO-কে Photograph: (ফাইল)
China HMPV Outbreak: চিনে দাপিয়ে বেড়াচ্ছে নতুন ভাইরাস। এবার WHO এর কাছে আপডেট চেয়েছে ভারত সরকার, জনসাধারণকে 'উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ' জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে কোন পরিস্থিতি মোকাবিলায় ভারত 'সম্পূর্ণ প্রস্তুত'।
চিনে শনাক্ত হওয়া হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েকদিন ধরে চিনে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে নয়া এই ভাইরাসের সংক্রমণ নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
করোনা মহামারীর ৫ বছর পর ফের শিরোনামে চিন! HMPV ভাইরাসের প্রাদুর্ভাব আবারও সারা বিশ্বের মানুষের উদ্বেগ বাড়িয়েছে। আসলে, গত কয়েকদিন ধরে চিনে রীতিমত তান্ডব দেখাচ্ছে HMPV ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জনগণকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
ভারতের সঙ্গে চরম উত্তেজনার মাঝেই সাঁজোয়া যান কিনছে বাংলাদেশ, সীমান্ত সংঘাতের আশঙ্কা?
Union Health Ministry convenes Joint Monitoring Group Meeting in view of rising cases of respiratory illnesses in China in the past few weeks. Union Health Ministry is closely monitoring the situation in China through all available channels and the WHO has been requested to share… pic.twitter.com/zytpqBse6M
— ANI (@ANI) January 4, 2025
চিনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের জেরে উত্তেজনায় গোটা বিশ্ব। আবারও করোনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মানুষজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। WHO-কে পরিস্থিতি নিয়ে সময়মত আপডেট শেয়ার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক বলেছে- চিন্তার দরকার নেই
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিনে এইচএমপিভি (হিউম্যান মেটাপনিউমো ভাইরাস) ছড়িয়ে পড়ার বিষয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কেন্দ্র বলেছে যে ভারতে ইতিমধ্যেই ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা (ILI) এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ (SARI)নিয়ে শক্তিশালী নজরদারি চালাচ্ছে।