Advertisment

Bangladesh-Turkey News: ভারতের সঙ্গে চরম উত্তেজনার মাঝেই সাঁজোয়া যান কিনছে বাংলাদেশ, সীমান্ত সংঘাতের আশঙ্কা?

Bangladesh- Turkey News: হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। ভারত- বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে এক বিরাট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
planning to buy tank from turkey will increse deployment on indian border

ভারতের বিরুদ্ধে আরও এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ইউনূস সরকারের। Photograph: (ফাইল)

Bangladesh- Turkey News: ভারত সীমান্তে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ড্রোন মোতায়েনের এখন সীমান্তে সাঁজোয়া ট্যাঙ্ক মোতায়েনের পরিকল্পনা করছে ইউনূস সরকার।  

Advertisment

প্রতিবেশী দেশ বাংলাদেশ  উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের সঙ্গে তার সীমানা ভাগ করেছে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে  বঙ্গোপসাগর। মায়নামারের সাথে বাংলাদেশের ২৭০  কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশ ভারত ও মায়নামার উভয় সীমান্তে ট্যাংক মোতায়েনের পরিকল্পনা করছে বলে রিপোর্ট অনুসারে দাবি।মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে বাংলাদেশ সেনা ২৬টি লাইট ট্যাংক কেনার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে তুর্কি কোম্পানির Otokar Otomotiv V Savunma Sanai A.S -এর  এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউনূস সরকার। 

ওটোকার অটোমোটিভ কোম্পানি আলতাই সহ বিভিন্ন ধরণের ট্যাঙ্ক তৈরি করে। এই ট্যাঙ্কটি তুর্কি সেনাবাহিনীর একটি জনপ্রিয় মডেল। এর ওজন প্রায় ৬৫ টন। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা অনুযায়ী আলতাই ট্যাংক অনেক ভারী। তাই বাংলাদেশ আরমা ট্যাঙ্ক কেনার কথা বিবেচনা করতে পারেন। এটি আলতাইয়ের চেয়ে অনেক হালকা। এর ওজন প্রায় ১৯ টন। 

Advertisment

বাংলাদেশের এই চুক্তিতে ভারতের কতটা চিন্তা বাড়াচ্ছে? 

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক থেকে ট্যাংক কিনে সেদেশের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। সম্প্রতি তুরস্ক পাকিস্তানের কাছেও অস্ত্র বিক্রি করেছে। মুসলিম দেশ হওয়ায় পাকিস্তান ও তুরস্কের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে তুরস্কের সঙ্গে  বাংলাদেশের সুসম্পর্ক থাকলে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ তুরস্ক  পাকিস্তানের ভালো বন্ধু। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাময়।

India Bangladesh
Advertisment