আফগানিস্তান তালিবান সরকার গঠন করতেই মস্কো আর ওয়াশিংটন ডিসি নড়েচড়ে বসেছে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পর এবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান উইলিয়াম জে বার্নস দিল্লিতে এলেন জরুরি বৈঠক করতে। বুধবার সূত্রের খবর অনুযায়ী, ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা ও কৌশলী পদক্ষেপ নিয়ে আলোচন করবেন তিনি।
মঙ্গলবারই দিল্লিতে চলে আসেন বার্নস। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ইন্টেলিজেন্স ও নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করছেন তিনি। এছাড়াও সেই বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় শীর্ষ আধিকারিকরা। আফগানিস্তানে যেভাবে দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে, তা নজরে রেখেছে আমেরিকা। তবে ভারত এবং আমেরিকা দুই পক্ষই এই বৈঠকের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
গত মাসে তালিবান আফগানিস্তান দখল করার পর কাবুলে যান বার্নস। সেখানে মোল্লা আবদুল ঘানি বরাদর-সহ শীর্ষ তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। সেইসময় মার্কিনিদের নিরাপদে উদ্ধারকাজ ছিল আমেরিকার প্রাথমিক চ্যালেঞ্জ। তা যাতে মসৃণ ভাবে হয় সেই বার্তা নিয়েই তালিবানের দ্বারস্থ হন বার্নস। কিন্তু এবার সরকার গঠন করে ফেলেছে তালিবান। তালিবান মন্ত্রিসভায় আখুন্দ, বরাদর-সহ কুখ্যাত হাক্কানি গোষ্ঠীর তিনজন রয়েছেন। যা নিয়ে উদ্বেগে আমেরিকা। কারণ এরা প্রত্যেকেই মার্কিন নজরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি।
আরও পড়ুন আফগানিস্তানে নজর মস্কোর, জরুরি ভিত্তিতে ভারত সফরে পুতিনের খাস আমলা
এদিকে, আফগানিস্তান ইস্যুতে মোদী-পুতিন কথা হয়েছে দু-সপ্তাহ আগেই। এবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ভারতে এলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলায় পাত্রুশেভ। দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনায় আফগানিস্তান প্রসঙ্গ গুরুত্বপূর্ণ অংশ হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে দিল্লিতে রুশ শীর্ষ আমলা এবং মার্কিন সিআইএ প্রধান, দুজনেই ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন বলে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন