নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছে দেশ। ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে গোটা পরিস্থিতি। পুলিশ প্রশাসনের সঙ্গে তরজায় জড়িয়েছে প্রথমসারির রাজনৈতিক নেতা থেকে ছাত্রছাত্রী-সহ সব মহল। এ মতো অবস্থায় দেশের সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সিএএ বিরোধিতায় কাঁসর ঘণ্টা বাজালেন মমতা
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেশের উত্তর থেকে দক্ষিণ। আগুনে পোড়ানো হয় বাস। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। দিল্লির লালকেল্লা, মান্ডি হাউসের পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদেও চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এদিকে বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই যানজটে নাকাল রাজধানী। জাতীয় সড়কে যানজটের কারণে দিল্লি বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে ১৬টি বিমান। যানজটে আটকে পড়ে ইন্ডিগো বিমানের কর্মীরা, ফলত ১৯টি বিমানের উড়ান বাতিল করেছে ইন্ডিগো, এমনটাই খবর দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে।
আরও পড়ুন: ইতিহাসবিদ রামচন্দ্র গুহের আটকে নিন্দায় সরব মমতা
এদিন, সিএএর প্রতিবাদে দিল্লির মান্ডি হাউসে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, নীলোৎপল বসু, বৃন্দা কারাট-সহ বাম নেতারা, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। দিল্লিতে প্রতিবাদে পথে নেমে গ্রেফতার হলেন কংগ্রেস নেতা অজয় মাকেনের স্ত্রী, পুত্র এবং কন্যা। বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টাউনহল থেকে তাঁকে আটক করে বেঙ্গালুরু পুলিশ, এমনটাই জানিয়েছেন সেখানকার আধিকারিকরা।রামচন্দ্র গুহর সঙ্গে আটক হয়েছেন প্রায় শ’খানেক আন্দোলনকারী।
Read the full story in English
Live Blog
Citizenship Act protests Updates, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব দিল্লি, সব খবরের আপডেট দেখুন, Follow the Updates here:
#NoToCAA #NONRC #Left Parties- against CAB and All India NRC. pic.twitter.com/NobrOPZkiB
— CPIM DELHI (@CPIMSTATEDELHI) December 19, 2019
দেশের বিভিন্ন জায়গায় যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নেমেছেন আন্দোলনকারীরা, ততবারই প্রশাসনের এমন দমননীতিতে এবার ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, “আপনি যতই আওয়াজকে দমন করার চেষ্টা করবেন, ততই জোরালো হয়ে উঠবে প্রতিবাদের সুর”।
কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইন্টারনেট বন্ধের নিন্দায় সরব হয়েছেন। টুইটে বলেন, "সমস্ত দিল্লিবাসী কি আরবান নকশালে পরিণত হয়েছেন?" চিদাম্বরম এও বলেন, "এ বছর আমরা মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উদযাপন করছি। অথচ এ বছরই শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকার এ দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না!"
সারা দেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় দিল্লি হাইকোর্ট সাক্ষী থাকল অপর এক নাটকের। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে আদালত অস্বীকার করার পর আইনজীবীদের 'শেম শেম' ধ্বনিতে উত্তাল হল গোটা আদালত চত্বর। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ঘটনার তদন্তের জন্য আদালত-পর্যবেক্ষণ কমিটি গঠনের পাশাপাশি শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদনের শুনানি চলছিল দিল্লি হাইকোর্টে। শিক্ষার্থীদের গ্রেপ্তার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষার দাবি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি ডিএন প্যাটেলের বেঞ্চ।
নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছে দেশ। ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে গোটা পরিস্থিতি। পুলিশ প্রশাসনের সঙ্গে তরজায় জড়িয়েছে প্রথমসারির রাজনৈতিক নেতা থেকে ছাত্রছাত্রী-সহ সব মহল। এ মতো অবস্থায় দেশের সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা এই বৈঠকে অংশ নেবেন বলে খবর।
সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ। সেই আবহেই বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। নাগরিকত্ব সংশোধনী আইন দেশে কার্যকর হবে এবং ভবিষ্যতে এনআরসিও হবে।"
বিক্ষোভের জেরে সকাল থেকেই যানজটে নাকাল রাজধানী। জাতীয় সড়কে যানজটের কারণে দিল্লি বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে ১৬টি বিমান। যানজটে আটকে পড়ে ইন্ডিগো বিমানের কর্মীরা, ফলত ১৯টি বিমানের উড়ান বাতিল করেছে ইন্ডিগো, এমনটাই খবর দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে।
নাগরিকত্ব সংশোধনী আইনের অশান্ত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে এবং এনআরসি হিংসাত্মক প্রতিবাদের জেরে দিল্লি শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল। দিল্লির কিছু এলাকায় এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও, এমটিএনএল/বিএসএনএল এর মতো টেলিকম অপারেটরদের ভয়েস কল, ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের একাংশ জানিয়েছে, সিলামপুর, ইন্ডিয়া গেট এবং দিল্লির আইটিওতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। সবিস্তারে পড়ুন, নাগরিকত্ব সংশোধনী আইনের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বন্ধ টেলিকম পরিষেবা
নাগরিকত্ব আইনের বিক্ষোভের রেশ উত্তরপ্রদেশেও। আগুনে পোড়ানো হল বাস। ভাঙচুর চালানো হল পুলিশের গাড়িতে
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবারও গর্জে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত।
গান্ধী সেজে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হলেন বেঙ্গালুরুর এক বাসিন্দা। টাউনহল এলাকা থেকে তাঁকে আটক করে বেঙ্গালুরু পুলিশ।
দেশের বিভিন্ন জায়গায় যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নেমেছেন আন্দোলনকারীরা, ততবারই প্রশাসনের এমন দমননীতিতে এবার ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, “আপনি যতই আওয়াজকে দমন করার চেষ্টা করবেন, ততই জোরালো হয়ে উঠবে প্রতিবাদের সুর”।
নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে আজ ফের উত্তাল হল দিল্লি। বেশ কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট এবং ফোন পরিষেবা। লালকেল্লার মূল সড়কে বসানো হল ব্যারিকেড। যদিও পরবর্তী কার্যকলাপ কী হতে চলেছে সে ব্যাপারে সম্যক ধারণা নেই তাঁদেরও, এমনটাই জানিয়েছে প্রতিবাদকারীরা। আপাতত নেতা-নেতৃত্বদের নির্দেশমতোই বিক্ষোভ চলছে দিল্লির বিভিন্ন জায়গায়, এমনটাই খবর।