Advertisment

উত্তরসূরি হিসেবে বিচারপতি বোবদের নাম সুপারিশ প্রধান বিচারপতি গগৈ-এর

শরদ অরবিন্দ বোবদে এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি। মহারাষ্ট্র কেন্দ্রীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব সামলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে চিঠি দিয়ে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নাম সুপারিশ করেছেন। ২০২১ সালের ২৩ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বোবদের।

Advertisment

প্রচলিত রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর নেওয়ার এক মাস আগে পরবর্তী সবচেয়ে বর্ষীয়ান বিচারপতির নাম সুপারিশ করে থাকেন। দেশের ৪৬ তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন। ২০১৮ সালের ৩ অক্টোবর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে যোগ দেন। অযোধ্যা জমি বিতর্ক, আসাম নাগরিক পঞ্জী সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দানে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন, উত্তরসূরি হিসেবে বিচারপতি বোবদের নাম সুপারিশ প্রধান বিচারপতি গগৈ-এর

সরকারের কাছে প্রধান বিচারপতির অবসরের বয়স ৬২ থেকে ৬৫ করার প্রস্তাবও করেছেন বিচারপতি গগৈ। এর আগে বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল। সেই নিয়ে শীর্ষ আদালতের বিশেষ অধিবেশনে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই পরামর্শ বিচারপতি বোবদের কাছ থেকেই নিয়েছিলেন বিচারপতি গগৈ।

CJI
Advertisment