Advertisment

তবলিঘি জামাত যোগে ভারতে প্রায় ২২ হাজার ব্যক্তি কোয়ারেন্টাইনে: স্বরাষ্ট্রমন্ত্রক

প্রায় ২২ হাজার তবলিঘি জামাত সদস্য় ও তাঁদের সংস্পর্শে আসা ব্য়ক্তিরা এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন তথ্য়ই জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
covid-19, কোভিড১৯., করোনাভাইরাস, করোনা, covid-19 india, covid-19 india outbreak, covid-19 india lockdown, covid-19 india cases, tablighi jamaat, তবলিঘি জামাত, নিজামুদ্দিন, nizamuddin covid-19, nizamuddin, nizamuddin markaz, covid-19 tablighi jamaat cases, covid-19 tablighi jamaat, ministry of home affairs, national disaster response force, ndrf, central armed police forces, nizamuddin contacts, india news, indian express news

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে। প্রায় ২২ হাজার তবলিঘি জামাত সদস্য় ও তাঁদের সংস্পর্শে আসা ব্য়ক্তিরা এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন তথ্য়ই জানানো হয়েছে।

Advertisment

স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পি এস শ্রীবাস্তব জানিয়েছেন, কন্ট্রোল রুমের মাধ্য়মে গোটা পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। তবলিঘি জামাতের সদস্য় ও তাঁদের সংস্পর্শে আসা ব্য়ক্তিদের চিহ্নিত করতে রাজ্য়গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র। তিনি আরও জানিয়েছেন, ২০০ এনডিআরএফ কর্মী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: করোনা যুদ্ধে ধাক্কা দিয়েছে পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও তবলিঘি জামাতের ঘটনা : রাষ্ট্রপতি

উল্লেখ্য়, তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েতে অংশ নেওয়াদের মধ্য়ে ১০২৩ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। ১৭টি রাজ্য়ে তাঁদের হদিশ মিলেছে। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৩ হাজার ছুঁইছুঁই।

আরও পড়ুন: করোনায় পিপিই-ভেন্টিলেটরের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ মোদীর

পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই দুই ঘটনায় করোনার বিরুদ্ধে দেশের লড়াই ধাক্কা খেয়েছে বলে শুক্রবার মন্তব্য় করেছেন রাষ্ট্রপতি। রাজ্য়পাল, উপরাজ্য়পাল, প্রশাসনিক কর্তাদের সঙ্গে শুক্রবার ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতিতে ওই দুই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কোবিন্দ। উল্লেখ্য়, নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত থেকে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment