মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্যনগরীতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও আলোচনা।
Advertisment
লগ্নিকে পাখির চোখ করে বাণিজ্যনগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে থাকাকালীন একাধিক শিল্পতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনে শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি বঙ্গে বিনিয়োগের ব্যাপারেও শিল্পপতিদের সঙ্গে আলোচনা সরাবেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি মুম্বইয়ে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হবে।
সিদ্ধি বিনায়ক মন্দিরে মুখ্যমন্ত্রী।
একুশের ভোটে বাংলায় বিপুল সাফল্য সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে বিজেপি-বিরোধী জোটের প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিচ্ছেন তাবড় রাজনীতিবিদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আগামী লোকসভা ভোটে বিরোধীদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়াস জারি রয়েছে একাংশের নেতাদের। এই আবহেই আজ মুম্বই উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
Today, our Chairperson @MamataOfficial visited Shree Siddhivinayak temple in Mumbai and prayed for the good health and well-being of the people of India.
মুম্বইয়ে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় যান সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ কাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশবাশীর কল্যাণে এদিন মন্দিরে পুজোও দিয়েছেন তিনি। এদিন শহিদ তুকারাম এম্বলে মেমোরিয়ালেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে বৈঠক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকেরর ছেলে আদিত্য ঠাকরে এবং শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরে অসুস্থ থাকায় তাঁর সঙ্গে হয়তো এবারের সফরে দেখা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনসিপি কর্ণধার শরদ পওয়ারের সঙ্গেও আলাদা করে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
Our Chairperson @MamataOfficial paid homage to Shaheed Tukaram Omble ji and all our brave martyrs who laid down their lives to protect this nation. Their supreme sacrifice will always be remembered.