Advertisment

লকডাউন নয়, ১৪ দিনের কঠোর কার্ফু শুরু হচ্ছে মহারাষ্ট্রে

Corona Curfew: ১৪ এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি থাকবে মহারাষ্ট্রে। ১৪ দিন ধরে চলবে কঠোর কার্ফু।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra, Coronavirus, Curfew, Lockdown, Uddhav Thackeray

ফাইল চিত্র

যে হারে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেখানে লকডাউনের দিকেই ইঙ্গিত দিয়েছিল উদ্ধব ঠাকরে প্রশাসন। গত কয়েকদিন ধরেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। যদিও মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, লকডাউন নয় বরং আগামী ১৪ দিন কঠোর করোনা কার্ফু জারি থাকবে মহারাষ্ট্রে।

Advertisment

১৪ এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি থাকবে মহারাষ্ট্রে। ১৪ দিন ধরে চলবে কঠোর কার্ফু। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। তবে জরুরিকালীন সব পরিষেবাই চালু থাকবে বলে মঙ্গলবার জানান উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রে করোনা দাপটের জেরে হাসপাতালে বেডও ভর্তি হয়ে গিয়েছে, কমেছে অক্সিজেন সরবরাহ, ঘাটতি রয়েছে ভ্যাকসিনের, এমনকী জীবনদায়ী ওষুধ রেমডেসিভির চাহিদাও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে তাই আগামী ১৪ দিন মহারাষ্ট্রে জারি থাকবে ১৪৪ ধারা। ইতিমধ্যেই অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করতে ভারতীয় বায়ুসেনার সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন, রাজ্যে অতিমারীর রেকর্ড ভাঙল কোভিড! সবচেয়ে ক্ষতিগ্রস্ত কলকাতা

এদিন এও জানান হয় যে কঠোর করোনা বিধি জারি থাকা রাজ্যের দুঃস্থদের জন্য প্রতিমাসে জন প্রতি ৩ কেজি করে গম ও ২ কেজি করে চাল বিনামূল্যে সরবরাহ করবে উদ্ধব ঠাকরে সরকার।

এক নজরে দেখে নিন ১৪ দিনের কঠোর কার্ফুতে কী কী পরিষেবা চালু থাকবে?

  • আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত পরিষেবা চালু থাকবে
  • সব রেস্তোরাঁ এবং বার বন্ধ থাকবে। কিন্তু তাঁদের টেক-অ্যাওয়ে পরিষেবা খোলা থাকবে
  • ই-কমার্স পরিষেবা উপলব্ধ থাকবে।
  • পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে ট্রেন খোলা থাকবে, বাসে দাঁড়িয়ে যাওয়া যাবে না। ট্যাক্সিতে অর্ধেক লোক নিতে হবে।
  • খোলা থাকবে পেট্রোল পাম্প
  • সবজি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mumbai coronavirus COVID-19 corona virus Maharashtra Corona
Advertisment