কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের সাজা স্থগিত রাখার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। কয়লা ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগে দিলীপকে ৩ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছিল সিবিআই-এর বিশেষ আদালত।
সাজা স্থগিতের আবেদন জানান দিলীপ রায়। অ্য়াডভোকেট চন্দ্র প্রকাশ জানিয়েছেন, ‘‘সাজা স্থগিত করা হয়েছে। এ মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর’’।
আরও পড়ুন: কেলেঙ্কারির যুগকে পিছনে ফেলে এসেছে ভারত: মোদী
উল্লেখ্য়, ১৯৯৯ সালে ঝাড়খণ্ডে কয়লা ব্লক বণ্টনের এক মামলায় দুর্নীতির অভিযোগ ওঠে দিলীপ রায়ের বিরুদ্ধে। এ ঘটনাকে ঘিরে সেসময় শোরগোল পড়ে গিয়েছেল। গত ৬ অক্টোবর এ মামলায় দোষী সাব্য়স্ত করা হয় দিলীপকে। এ ঘটনার তদন্তভার নেয় সিবিআই। দিলীপের সাজা ঘোষণা করে সিবিআই আদালত।
দিলীপ ছাড়াও এ মামলায় দোষী সাব্য়স্ত করা হয় সিটিএল, এর ডিরেক্টর মহেন্দ্র কুমার আগরওয়ালা, দুই শীর্ষ কয়লা মন্ত্রকের আধিকারিক প্রদীপ কুমার বন্দ্য়োপাধ্য়ায় ও নিত্য়ানন্দ গৌতম ও ক্য়াস্ট্রন মাইনিং লিমিটেডকে। বাজপেয়ী সরকারে কয়লা প্রতিমন্ত্রী ছিলেন দিলীপ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন