Advertisment

কয়লা কেলেঙ্কারির অভিযোগে বিপাকে নবীন জিন্দল

বিশেষ বিচারপতি ভারত পরাশর নির্দেশ দিয়েছেন জিন্দল ও অন্যান্য়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় বিচার হবে।  

author-image
IE Bangla Web Desk
New Update
Coal Scam, Naveen Jindal

বিপাকে নবীন

কয়লা দুর্নীতিতে শিল্পপতি নবীন জিন্দল ও আরও চারজনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিল দিল্লির এক বিশেষ আদালত।

Advertisment

বিশেষ বিচারপতি ভারত পরাশর নির্দেশ দিয়েছেন জিন্দল ও অন্যান্য়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় বিচার হবে।

আরও পড়ুন, মমতা সরকারকে কড়া নোটিস সুপ্রিম কোর্টের

জিন্দল ছাড়া যাঁদের বিরুদ্ধে চার্জ গঠিত হবে, তাঁরা হলেন, জিন্দল স্টিল অ্য়ান্ড পাওয়ার লিমিটেডের প্রাক্তন ডিরেক্টর সুশীল মুর্মু, প্রাক্তন ডেপুটি ম্য়ানেডিং ডাইরেক্টর আনন্দ গোয়েল, চিফ এক্জিকিউটিভ অফিসার বিক্রান্ত গুজরাল এবং সংস্থার অথরাইজড সিগনেটরি ডি এন আব্রোল।

আাদলতে মধ্য প্রদেশের উরতান নর্থ কোল ব্লকের বণ্টন সম্পর্কিত একটি মামলার শুনানি হচ্ছিল।

আগামী ২৫ জুলাই আনুষ্ঠানিক ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।

Advertisment