ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার এসএআর সমন্বয়কারী সংস্থার সহযোগিতায় মালয়েশিয়ার জলসীমায় তিন ভারতীয় নাগরিক সহ ১৬ জনকে উদ্ধার করেছে। শুক্রবার উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার অভিযান শেষে উদ্ধার করা হয় ১৬ জনকে তাদের মধ্যে রয়েছেন তিনজন ভারতীয়ও
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) এক বিবৃতিতে জানিয়েছে "২৫ আগস্ট এমআরসিসি মুম্বাই মালয়েশিয়ার উপকূলে ট্যাঙ্কার এমটি ভোরা থেকে নিখোঁজ তিনজন ভারতীয় নাগরিকের বিষয়ে তারা একটি তথ্য পায়।" জীবনের ঝুঁকির কথা বিবেচনা না করেই করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এমআরসিসি মুম্বাই সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার এসএআর সমন্বয়কারী সংস্থাগুলির সহযোগিতায় উদ্ধার অভিযান চালান হয়"।
আরও পড়ুন: < মুম্বইয়ে ফের আত্মঘাতী হামলার হুমকি, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা >
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি প্রেস রিলিজে জানিয়েছে "নিরন্তর প্রচেষ্টার সঙ্গে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ মালয়েশিয়ার উপকূলে ২৬ আগস্ট নৌকাটির সন্ধান পায় । জানা গিয়েছে সেটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। ৩ নিখোঁজ ভারতীয় নাগরিক সহ ১৬ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে"।