কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বন্যা দুর্গতদের, অপসারিত পুলিশ সুপার-জেলা প্রশাসক

বন্যা কবলিত এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

বন্যা কবলিত এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বন্যা কবলিত এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার

বন্যা কবলিত এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কিন্তু সেই রোষ গিয়ে পড়ল পুলিশ সুপার ও জেলা প্রশাসকের উপর। মধ্যপ্রদেশ সরকার পুরো ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে শেওপুরের পুলিশ সুপার এবং জেলা কালেক্টরকে অপসারিত করল রবিবার।

Advertisment

জানা গিয়েছে, শনিবার বন্যা কবলিত জেলার কিছু অংশে পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সংসদীয় ক্ষেত্র মোরানার কিছু অংশ এই জেলার মধ্যে পড়ে। ওইদিন এলাকায় তাঁকে দেখে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা মন্ত্রীকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান। এমনকী কয়েকজন কাদা, লাঠি মন্ত্রীর কনভয়ে ছুঁড়ে মারেন। কেন এতদিন পর এসেছেন মন্ত্রী, তাই নিয়ে ক্ষোভ দেখান স্থানীয়রা।

রবিবার সকালে মধ্যপ্রদেশ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, শেওপুরের জেলা কালেক্টর রাকেশ শ্রীবাস্তবকে সরিয়ে নিয়ে আসা হয় রাজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সচিব পদে। তাঁর জায়গায় গোয়ালিয়র পুরনিগমের কমিশনার শিবম ভার্মাকে আনা হয়েছে। এদিকে, শেওপুরের পুলিশ সুপার সম্পত উপাধ্যায়কে সরিয়ে পুলিশ সদর দফতরের এআইজি পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় গোয়ালিয়রের এআইজি অনুরাগ সুজানিয়াকে পদে আনা হয়েছে।

Advertisment

আরও পড়ুন ‘বিরোধীদের অভিসন্ধি উন্নয়নে বাধা দেওয়া’, সংসদ অচল প্রসঙ্গে অবশেষে সরব মোদী

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশের উত্তর ভাগের একাধিক জেলা। শনিবার ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা তোমারকে দেখে রেগে যান। জেলা প্রশাসনের ব্যর্থতায় তাঁরা বানভাসী বলে অভিযোগ করেন। শনিবার পুলিশ সুপার নিজের রিপোর্টে জানান, স্থানীয়রা মন্ত্রীকে দেখে অভিযোগ করেন, দেরিতে ত্রাণ পেয়েছেন তাঁরা। কিন্তু কনভয়ের কোনও গাড়ির ক্ষতি হয়নি। সেই রিপোর্টের কারণেই তাঁকে বদলি করা হল বলে সূত্রের খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Narendra Singh Tomar